আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষের মন থাকা না থাকা জাতীয় একটি বিহ্বল চেতনা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ঘোলা পাখি উড়ে যায় শহরের কিনারা দিয়া ডুবন্ত চাঁদ উঁকি দেয় মেয়েলোকের বুকের মত প্রতিদিন ঝুলে থাকে আর তৃষ্ণা বাড়ায় গুমোট তৃষ্ণা ষাইট পাওয়ারের বাল্ব যেমন জ্বলে আর নিভে বেড়ার বস্তিতে এখন তো এনার্জী বাল্বের দিন সব ফকফকা, সব জ্বলজ্বলা, পরিবেশ বান্ধব কতিপয় পুরুষের মন উদাস হয় শেষ নারীটা ছেড়ে চলে গেছে বলে সামনে অনেক নারী তবুও কষ্ট তগো জাতের মন নাই বলে গালি দিয়া গ্যাছে গালিতে কষ্ট আছে কতিপয় পুরুষের কতিপয় মনে কষ্ট অনেক এই কষ্টের কোন মার্কসবাদ নাই এই কষ্টে নারীবাদ নাই কতিপয় পুরুষ বিড়ি সিগারেট খায় সমকামী বন্ধুগো ঢলাঢলি দেইখা টাটায় ওঠে কতিপয় কষ্টের বিষফোঁড়া নিয়া তারা টিপতে থাকে নিজের শরীর ঐখানে ব্যাথা হয় ঐখানে ব্যাথাগুলা কথা কয় ঘোলা ঘোলা ভোঁতা ভোঁতা সাদা ফেনারা উপচাইয়া পড়ে তবুও কষ্ট থাকে ভাতের ফ্যানের মত ছড়ায়া যায় কালো পাখি ওড়ে আর চিৎকার করে তগো জাতের মন নাই তগো খালি ঐটা আছে তগো জাতের মন নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।