আমাদের কথা খুঁজে নিন

   

নারী পুরুষের সম্পর্কে ছল কার বেশি- পুরুষের না নারীর !

নারীর প্রতি ক্ষোভ ঝাড়তে অনেকে নির্দ্বিধায় বলে ফেলে—‘নারী ছলনাময়ী’। বেশির ভাগ ক্ষেত্রে নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রে নারীর বিশ্বস্ততাকে কটাক্ষ করে এ মন্তব্য করা হয়। কিন্তু সাম্প্রতিক সমীক্ষার ফলাফল তুলে ধরে গবেষকেরা উল্টো চিত্র পাওয়ার কথা দাবি করছেন। তাঁরা বলছেন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক বা পর-নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের বেলায় পুরুষেরাই বরং এগিয়ে। আর তা প্রায় দ্বিগুণ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পরিচালিত দুটি সমীক্ষা থেকে পাওয়া মানুষের যৌন সম্পর্কের নানা তথ্য বিশ্লেষণ করে নতুন ফল পাওয়ার কথা দাবি করেছেন ব্রিটিশ গবেষক ক্যাথেরিন মার্কার। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২০০৬ সালে চালানো আমেরিকান জেনারেল সোশ্যাল সার্ভের সমীক্ষার ফলাফলে পাওয়া তথ্যমতে, বিবাহিত অবস্থায় নারীর চেয়ে দ্বিগুণ সংখ্যক পুরুষ অন্য সম্পর্কে জড়ায়। ২০০০ সালে মানুষের যৌন আচরণের ওপর পরিচালিত যুক্তরাজ্যের সবচেয়ে বড় জরিপ ‘ন্যাশনাল সার্ভে অব সেকসুয়াল অ্যাটিসিউডস অ্যান্ড লাইফস্টাইলস’-এর তথ্য মতে, বিদ্যমান সম্পর্কের বাইরে নয় শতাংশ নারী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন। তবে পুরুষের ক্ষেত্রে এই প্রবণতা বেশি।

১৫ শতাংশ পুরুষ ঘরে স্ত্রী থাকার পরও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন। ক্যাথেরিন মার্কার নারীর-পুরুষের এ ধরনের আচরণের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পুরুষের চেয়ে নারীর মধ্যে প্রতারণার প্রবণতা কম। তবে তিনি এটিও উল্লেখ করেন যে সরাসরি নারী-পুরুষের অবিশ্বস্ততার বিষয়টি পরিমাপ করতে পারেননি তাঁরা। তবে জরিপ চলাকালে নিজেদের যৌন আচরণ নিয়ে যে তাঁরা তথ্য দিয়েছেন, এর ওপর ভিত্তি করেই গবেষণাটি করা হয়েছে। কিন্তু পুরুষ কেন অবিশ্বস্ত হয়?—এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ক্যাথেরিন বলেন, জরিপের তথ্যে দেখা গেছে নারীরাও অবিশ্বস্ত হন; তবে সেটা পুরুষের তুলনায় কম।

এ ক্ষেত্রে নারী ও পুরুষের বয়সের বিষয়টা বড় ভূমিকা পালন করে বলে তিনি মনে করেন। তাঁর মতে, পুরুষের তুলনায় নারী তাড়াতাড়ি বুড়িয়ে যান। এ ছাড়া সাধারণত পুরুষ তার চেয়ে কম বয়সের নারীকে বিয়ে করেন। আবার পুরুষ যখন সম্পর্কে জড়ান, তিনি সাধারণত তাঁর চেয়ে কম বয়সী নারীর সঙ্গে সেটি গড়ে তোলেন। এই সম্পর্কটি পুরুষের ক্ষেত্রে বাড়তি সম্পর্ক হলেও অনেক নারীর ক্ষেত্রেই সেটি প্রথম যৌন সম্পর্ক।

স্ত্রী ও বান্ধবী—উভয় ক্ষেত্রেই পুরুষ তার চেয়ে কম বয়সী নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে লাভবান হন। এখন প্রশ্ন উঠতে পারে, অল্প বয়সী অবিবাহিত নারী কেন একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে? এর জবাবে গবেষক বলেন, এটি একান্তই ওই নারীর নৈতিক অবস্থানের ওপর নির্ভর করে। আমেরিকান জেনারেল সোশ্যাল সার্ভের প্রধান টম স্মিথ আরও কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তাঁর মতে, যাঁরা সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বস্ত, তাঁরা সাধারণত কম ধার্মিক হন। আবার যাঁরা কাজ বা ভ্রমণের জন্য সঙ্গীর কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকেন, তাঁরাও অন্যের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন।

আর ক্যাথরিনা মার্কারের মতে, তরুণ প্রজন্মের মধ্যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা অনেক বেশি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.