আমাদের কথা খুঁজে নিন

   

আবার কিছু এক্সট্রিম জুকস ( ১৮ + ৪ = ২২++++ )

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ডিসক্লেইমার: মেলাদিন পর নতুন পেলাম কয়েকটা, ভাবলাম শেয়ার করে যাই ব্লগে। তবে আমার আগে কেউ দিয়ে থাকলে আমি দুঃখিত, পোস্ট করাটা সেক্ষেত্রে নেহায়াতই এক্সিডেন্ট!! ৪++ একদিন এক বাসার গৃহকর্তা আর তার বৌ গলা ফাটিয়ে চেঁচিয়ে ঝগড়া করছে। একপর্যায়ে লোকটা তার বউকে বলল Whore আর শুনে মহিলা লোকটাকে বলল Pimp। তাদের ছোট ছেলে ছিল একটা, সে শুনে বাপমাকে বলল, 'Whore আর Pimp মানে কি?' বাবামা বলল, 'এটা কিছু না ভদ্রমহোদয় আর ভদ্রমহোদয়া, আইমিন লেডিস এন্ড জেন্টেলম্যান' ২দিন পরে এক রাতে ভালবাসার একপর্যায়ে মহিলা লোকটাকে বলে বসল 'ফিল মাই বুবস' আর লোকটা ৫ মিট পরে বলল 'ফিল মাই ডিকি' ছেলেটা এবারও ঘন্টা খানেক পরে বাবামাকে জিজ্ঞেস করল 'বুবস আর ডিকি মানে কি?' উত্তর এল 'হ্যাট আর কোট!' তার পরেরদিন লোকটা শেভ করতে যেয়ে গাল কেটে ফেলে বলে বসল 'শিট'! ছেলে জানতে চাইল মানে কি, বাবা বলল 'এটা শেভিং ক্রিমের ব্যান্ড নেম!' আরেকদিন ছেলের মা টার্কি রেডি করতে যেয়ে কি একটা ভুল করে ফেলে বলল 'Fuck!' ছেলে জানতে চাইলে বলল 'এটার মানে টার্কি রেডি করা!' বাচ্চাদের সাথে মিথ্যা বলার সমস্যাটা টের পাওয়া গেল মাসখানেক পরে। একদিন বাসায় এক মহিলা তার হাসবেন্ডকে নিয়ে যখন এসে ছেলেটার কাছে জানতে চাইল তার বাবামা কোথায়, ছেলেটা উত্তর দিল, "ডিয়ার Whore আর Pimp, আপনারা প্লিজ আপনাদের বুবস আর ডিকি এই হ্যাঙ্গারে রাখুন।

আমার বাবা মুখ থেকে শিট ধুয়ে ধুয়ে পরিস্কার করছে আর মা উপরতলায় একটা টার্কি-কে খুবই দ্রুততার সাথে Fuck করছে!" হুমমম ১ একদিন হঠাৎ এক স্পার্ম ব্যাংকে মুখোশ দিয়ে মোখ ঢাকা এক লোক উদ্দোত পিস্তল হাতে প্রবেশ করল। কাউন্টারে এক মহিলা ছিল, তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে দাঁড়া করাল। মহিলা বলল 'এটা ব্যাংক না, এটা একটা স্পার্ম ব্যাংক, এখানে কোন টাকা-পয়সা নেই, থাকেনা' লোকটা বলল, 'একটা বোতল নাও, এখনই! নাও, বোতলের ছিপি খুলে সবটা এখনই খেয়ে নাও!' মহিলা পিস্তলের মুখে সবটা খেয়ে নিল তারপর লোকটা মুখোশ খুলে ফেলল, দেখা গেল সে ঐ মহিলারই হাসবেন্ড! লোকটা তখন তার বউকে বলল, 'দেখেছ বেবি? এটা খাওয়া মোটেই কোন কঠিন কাজ না!' হুমমম ২ এক ভদ্রলোক লাসভেগাসে ব্যবসায়িক প্রয়োজনে এসে জীবনে প্রথমবারের মত এক বারে গেছেন। সেখানে এক কলগার্লকে তার ব্যাপক মনে ধরায়, তার সাথে ৫০০ ডলারের বিনিময়ে রাত কাটানোর ব্যবস্হা করলেন যাকগে, ঝড়ো রাতের পর সকালে ভদ্রলোক দেখলেন, তার কাছে আসলে ৫০০ ডলার হবেনা। তাই তিনি ঐ বারবনিতাকে রাজি করালেন যে, তিনি তার সেক্রেটারিকে দিয়ে পরে ৫০০ ডলারের একটা চেক পাঠাবেন, এবং খামের উপর 'এপার্টমেন্টের ভাড়া বাবদ' কথাটা লিখা থাকবে, এমব্রেসিং সিচুয়েশন এড়াতে কিন্তু দিনের বেলায়, ভদ্রলোক অনেক চিন্তা করলেন আগের রাতের অভিজ্ঞতা নিয়ে।

চিন্তা-ভাবনা করে তিনি একটা ২৫০ডলারের চেক পাঠালেন এপার্টমেন্টের ভাড়া বাবদ খামে আর সাথে ছোট একটা নোটে লিখলেন, ম্যাডাম, চিঠির সাথে আমি ৫০০ ডলারের পরিবর্তে ২৫০ ডলারের একটা চেক পাঠাচ্ছি। পূর্বে ঠিক করা টাকাটা দিচ্ছিনা কারণ, এপার্টমেন্ট ভাড়া নেয়ার সময় আমার মনে হয়েছিল ৫০০ডলার যুক্তিযুক্ত কারণ আমার মনে হয়েছিল * এই এপার্টমেন্টে আগে কেউ কখনো থাকেনি * এপার্টমেন্ট-টা অনেক উষ্ণ * এবং খুবই ছোট, আশেপাশে নোংরা বাগান নেই কিন্তু, আমি এপার্টমেন্টে উঠে আবিস্কার করলাম, এটা অনেকবার ব্যবহৃত একটা বাড়ি, মোটেই উষ্ণ নয় বিশাল এবং জংলায় পরিপূর্ন এর চারপাশ! ধন্যবাদ@.... বিকালে সেক্রেটারি ফেরৎ খাম নিয়ে এল। ব্যবসায়ি খুলে দেখলেন, তার পাঠানো খামটাই, খালি নোট-টা নতুন আরেকটা। তাতে লেখা, আমি ২৫০ ডলারের চেকটা একসেপ্ট করছিনা, ফেরৎ পাঠালাম। আপনার যুক্তিগুলোও হাস্যকর, আপনি কিভাবে ভাবলেন এত সুন্দর এপার্টমেন্ট এতদিন অব্যবহৃত থাকবে? উষ্ণতার ব্যাপারে বলছি, অনেকগুলো বাটন ছিল উষ্ণতা বাড়ানোর জন্য, আপনি একটা অপশনও ইউজ না করলে সেটা কার দোষ? আশেপাশের জংলা আগের ভাড়াটে বা আপনি কেউই পরিস্কার করে দিয়ে যায়নি তাই এই অবস্হা! আর বিশালতা? আপনার নিজের যদি পুরো এপার্টমেন্ট সাজানোর মত প্রচুর ফার্নিচার না থাকে তাহলে কিইবা করার আছে আমার? বি.দ্র: আসলে অনুবাদের জন্য অনেক জোকসের আসল মজাটা পাওয়া যায়না, এই পোস্টেও সেটা হয়ত হয়েছে অনেক জায়গায়।

চেষ্টা ছিল আরো ভাল অনুবাদের, না পারার ব্যর্থতাটুকু আশা করি ক্ষমাসুন্দর চোখে দেখবেন সবাই। ধন্যবাদ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.