আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনে কে হচ্ছেন প্রথম বাঙালি এমপি ?

হতাশা আমার পিছু ছাড়ে না |

আর মাত্র কয়েক ঘন্টা বাকি তার পরেই নির্ধারিত হয়ে যাবে কে হচ্ছেন প্রথম বাঙালি এমপি এবং এরই সাথে সাথে রচনা হবে নতুন এক ইতিহাস। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বাঙালিরা ব্রিটেন এ বসবাস করলেও কোনো বাঙালি এমপি এখন পর্যন্ত হাউস অব কমন্সে জায়গা করে নিতে পারে নি। বৃটেনের পার্লামেন্ট এ একজন বাঙালি এমপি নির্বাচনের দাবী দীর্ঘদিনের । প্রতিকুলতার পর এইবার এই সুযোগ এসেছে হাথের নাগালে। লন্ডনের Tower Hamlets এর বেথনালগ্রীন ও বো আসনে এদেশের প্রধান প্রধান দলের যে সমস্ত প্রার্থী প্রতিযোগিতায় আছেন তাদের মধ্যে যে কোন এক জনই হবেন সেই সৌভাগ্যের অধিকারী।

সৌভাগ্য ক্রমে এই বারের প্রধান প্রধান দলের সকল প্রার্থীই বাঙালি। কেউ কি জানত ইংরেজদের এই দেশে সাধা লোকের পরিবর্তে আলী, খান, মিয়াঃ বা বখত নামধারী কেউ এখানে কোন সময় নির্বাচনে দাড়াবে অথবা হাউস অব কমন্সে দাড়িয়ে কথা বলের সুযোগ পাবে। আসলে সেই কল্পনাই এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক ঘন্টা পরে যিনি নির্বাচিত হবেন বেথনালগ্রীন ও বো আসনে তিনিই ইংরেজির সাথে সাথে বাংলায় কথা বলবেন। সাথে সাতে আমরা সবাই বলব আমরা একজন বাংলাদেশী বংশউদ্ভুত এমপি পেয়েছি।

যে স্বপ্ন এ দেশে বসবাস কারি বাঙালিরা দীর্ঘদিন যাবথ বুকের গভীরে লালন করে আসছিলেন সেই স্বপ্ন পূরণে স্বাভাবিক ভাবেই সকলের মধ্যে গর্ব অনুভূত হবে । সে গর্ব শুধু ব্রিটেনএ নয়, বাংলাদেশ সহ বহিবিশ্বের সর্বত্রই বাঙালিদের মধ্যে প্রতিফলিত হবে। যারা এইবার বেথনালগ্রীন ও বো আসনে প্রতিযোগিতায় আছেন তাদের নাম ও দলের নাম....লেবার পার্টি থেকে রুশনারা আলী, কনজারভেটিভ পার্টির জাকির খান , লিবারেল democrate থেকে আজমল মাশরুর , রেসপেক্ট পার্টি থেকে আবজল মিয়াঃ ও গ্রীন পার্টি থেকে ফরিদ বখত। বি: দ্র: ফোনেটিক কিবোর্ড ব্যবহার করার কারণে কিছু অনাকাঙ্কিত বানান ভুল হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.