আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনে হিজবুত তাহরীর

সৈয়দ মুতনু

ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে অনেকটা নিরবেই নিজেদের শক্তি বৃদ্ধি করছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংঘটন হিজবুত তাহরীর। বাংলাদেশের বর্তমান সরকারের বিরোধী নানা সভা সমাবেশ আর সেমিনার করে নিজেদের পক্ষে জনমত তৈরীর আপ্রান চেষ্টা চালাচ্ছে তারা।সর্বশেষ গত মাসের শেষার্ধে পুর্ব লন্ডনের টয়েনবি হলে ‘ইসলাম নিশ্চিহ্ন করার আওয়ামী ষড়যন্ত্র ’শীর্ষক একটি সেমিনার সহ সর্বশেষ বুধবারও পৃথক একটি সেমিনার করেছে হিজবুত তাহরীর। সংশ্লিষ্ট সুত্রগুলো আরো জানায়,হিজবুত তাহরীর বাংলা কমিটির চেয়ারম্যান নাজমুল হক, লিয়াকত সরকার ও রোকনউদ্দীনের নেতৃত্বে হিজবুত তাহরীর আগে বাঙ্গালী অধ্যুষিত পুর্ব লন্ডনে কার্যক্রম চালালেও এখন তারা পুরো ব্রিটেন জুড়েই সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। লন্ডনের উইম্বেইলডন হিল রোডের বাঙ্গালী এক রেষ্টুরেন্ট ব্যাবসায়ী গতকাল এ প্রতিবেদকের সাথে ফোনে আলাপকালে জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ষ্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আসা বিপুল সংখ্যক বাংলাদেশী ছাত্রদের দলে ভেড়াতেই এখন লন্ডনে ব্যাপক তৎপরতা শুরু করেছে হিজবুত তাহরীর। এ লক্ষেই তারা এখন শুরু করেছে নানামুখী তৎপরতা। এদিকে পৃথক সুত্রে জানা গেছে, লন্ডনে বাংলাদেশী বংশদ্ভুত কয়েক হিজবুত তাহরীর নেতা বাংলাদেশে হিজবুত তাহরীরের কার্যক্রমের ব্যায় মেটাতে নিজেদের মধ্যে চাদাঁ তুলে বাংলাদেশে হিজবুত তাহরীরের সংঘটকদের কাছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠান বলেও অভিযোগ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.