আমাদের কথা খুঁজে নিন

   

এপার আমেরিকা ওপার আমেরিকা!!

এই পৃথিবীতে কত দেশ!! কত কালচার!! আর কত ধরনের খাবার দাবার!! চিন্তা করলেই ক্ষুধা লাগে!!!

সান ফ্রানসিসকো এসে কেমন জানি সবকিছু আউলা লাগছে। দুটি কারন: এয়ারপোর্টে যেই অফিসারই আমারে দেখে সেই কিছু না কিছু জিগায় - আমার পকেটে কতটাকা, মার্কিনদেশে কয়দিন থাকবো, ইত্যাদি.. দুই..এটা শুনলে সবাই অবাক হবে। মুখ হা হয়ে যাবার মত অবাক করা ঘটনা। এতবার আমেরিকা আসলাম, কোনদিন এমন হয় নাই - সব অফিসার দেখলাম বেশ মাইডিয়ার টাইপ। সত্য, নো জোক।

সবাই বেশ হেসে হেসে কথা বলল। আজিব। আমেরিকার হোমলেন্ড সিকিউরিটি, রেনডোম চেক এইসব শুনলে এখন ইভেন সাদারা ডরায়, আর আমিতো আমি - গাই উইথ রহমান লাস্টনেম... যাইহোক অল্পকিছুক্ষনের জন্যে সান ফ্রানে..এরপর ট্রেনে উঠবো। ডেসটিনেশন ..ওইপারের নিউ ইয়র্ক। অনেক ছোটবেলার খায়েশ।

পুরো আমেরিকা ট্রেন থেকে দেখা। ফ্রম ওয়েস্ট কোস্ট টু ইস্ট কোস্ট। ফাইনালি.. নিউ ইয়র্ক যাচ্ছি ট্রেনে। এই কথা এখানো দুই তিনজন শুনে বলল - ইউ ক্রেজি। লোকস্ট এয়ারলাইন আর ফাস্ট কমিউনিকেশনের যুগে ট্রেনের কোন স্থান নেই।

যাইহোক সকালের নাস্তা করতে যাবার আগে সামহোয়ারের পুরান দোস্তদের কথা মনে পড়ল। তাদের সবাইকে হাই জানাতে এই পোস্ট -- কেমন আছেন আপনারা? যদি চারদিনের ট্রেন জার্নির পর এনার্জি থাকে তাহলে আবার একটা পোস্ট দিব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.