আমাদের কথা খুঁজে নিন

   

এপার - ওপার

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

এতটা ধোঁয়ার পর দশ বতলের শরীর নিয়ে এসেছি দুঃখ নেই-ইচ্ছে হয়েছে নারিকেল পাতায় ফলাবো সোনা কেউ কিছু বলা যাবে না। যে যার মত চন্দ্রের আলোর অনুপাতে ঘুরে বেড়াবো, প্রতি সন্ধায় সকলে সকলের অযুত নিযুত থেকে নিশুথে জ্ঞানহীন বক্তব্যের গুলাগুলি ছুড়বো শুধু ঐখানটায় বেনামির নাম দস্তক্ষতে এক হবো। এইতো অতীত ঐদর্যের স্বণালী দিন কত বার গিয়েছে নিশ্চিত আর অনিশ্চিত মধুরায়। এখন তার অপমৃত্যুবাদ সে সময় এ সময়ের দামী রূপকার খুজে। ফেরাকে ফিরিবার তরে নিয়ে যেতে মন কাঁদে। নিজ কর্তব্যের প্রতিচ্ছবি হতে ছেড়েতো গেছে সকলের ভূতুরে নিরুদ্দেশ ছায়া, কেউ আজ সহসাই বলে মাস শেষে আমি সঞ্জয়ী। প্রশ্নের ধাধাতে আজো যারা বিমারি বাঁচাতে চায় তাদের অতীতের নিরক্ষর থেকে। আর পার্থক্যের সন্ধি দিয়ে ঘেরা উপতক্যা দামী রূপকারের মিমাংসা বলে - দেখো স্মৃতির অতলে বাঁধাতে তখন তোমাদের কোন লোভ ছিলনা আজ সামান্য একটি দিন তাকে নির্নিমেষ স্মৃতির ফ্রেমে বাধানোর কত অভিপ্রায়। ফিরে আসো অইচ্ছায় সন্ধে বেলায় ভোরের গাড়িটা যে তোমাদের রাতের নিয়ম মানেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.