আমাদের কথা খুঁজে নিন

   

অনুসারীদের পক্ষ ত্যাগে বিচলিত নন জয়নাল হাজারী

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন, ফেনী সাবেক এমপি জয়নাল হাজারীকে একে একে ছেড়ে যাচ্ছেন তার অনুসারীরা। গত ২৬ মার্চ বিকেলে তারা বিশাল মিছিল নিয়ে ইকবাল সোবহান চৌধুরীর সমাবেশে যোগ দেন। এর ফলে ইকবাল সোবহান-নিজাম হাজারী গ্র“পটি শক্তিশালী হচ্ছে। তবে অনুসারীদের প ত্যাগে বিচলিত নন জয়নাল হাজারী। দলীয় সুত্র জানায়, বিগত সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী মহাজোটের মনোনয়ন পাওয়ার পর থেকে জয়নাল হাজারীর সাবেক সহকর্মী ও অনুসারীদের মধ্যে অনেকেই তার সাথে কাজ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাচনের সময় ইকবাল সোবহানের নেতৃত্বে জোট বাঁধেন জেলা আ’লীগের সহ সভাপতি কোব্বাদ আহমদ,আকরামুজ্জামান , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুর রহমান , ফেনী পৌর কমিটির সাধারন সম্পাদক আবদুল করিম, জেলা কৃষক লীগ সভাপতি জামাল উদ্দিন ছু্ট্টুু,পরশুরাম উপজেলা কমিটির সাধারন সম্পাদক কামাল উদ্দিন মজুমদার ,ফেনী সদর কমিটির সভাপতি করিম উল্ল্যা, কেন্দ্রীয় যুবলীগ নেতা নিজাম হাজারী,একরামুল হক একরাম, জেলা ছাত্রলীগ সভাপতি দিদারুল কবির রতন,সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর কমিটির সভাপতি আনোয়ার হোসেন মানিক ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম। গত ২৬ মার্চ বিকেলে ইকবাল সোবহান- নিজাম হাজারীর মিছিল –সমাবেশে দলবল নিয়ে যোগদান করেন জয়নাল হাজারীপন্থী নেতা পিপি জেলা আ’লীগের সহ সভাপতি হাফেজ আহমদ, জিপি ও হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদ ফেনী শাখার সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, যুবলীগ নেতা জহিরুল আলম, সদর উপজেলা যুবলীগের সভাপতি এড. সৈয়দ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বাহার উদ্দিন, মাহবুবুল হক লিটন। তারা জানান, ফেনীতে ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাস বিরোধী ও সুষ্ঠু রাজনীতির একটা ধারার সূচনা হয়েছে। তাই তারা এর সাথে যুক্ত হয়েছেন। এদিকে নিজের অনুসারীদের চলে যাওয়া নিয়ে মোটেই চিন্তিত নন জয়নাল হাজারী।

তিনি বলেন, ২৬ মার্চ বিকেলে তারা জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন এনে যে সমাবেশ করেছে মাত্র ৩ ঘন্টার নোটিশে এর চেয়ে বড় সমাবেশ আমি করতে পারি। তিনি বলেন ,ইউপি ও পৌর নির্বাচনে প্রার্থী হবার আশা নিয়ে কেউ কেউ ওদিকে যেতে পারে। কিন্তু এতে তাদের কোন লাভ হবেনা। এতে তারা বিপদে পড়বে। কারন প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে ৫/৬ জন করে প্রার্থী।

কাকে ছেডে কাকে সমর্থন দেবে তারা? তিনি বলেন , আমার জনগনের ঐক্য দরকার , নেতাদের ঐক্যের দরকার নেই। অপরদিকে ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,যারা আগে বিভ্রান্ত ছিলেন তাদের অনেকেই মূল ধারায়’ ফিরে এসেছেন। বাকীরাও ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে ’সন্ত্রাসমুক্ত ফেনী ’ গঠন করা সম্ভব হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.