আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াকিং মেডিটেশন

শব্দশিখা জ্বলে...

আ ব দু র র ব মূঢ় মেদ বাসা বেঁধেছে শরীরে। নিজেরই চর্বি দিয়ে জ্বালাতে হবে মঙ্গল প্রদীপ। এল কি চমৎকার হাঁটার মেশিন; নবিশ, দয়াল গুরু তোমাকে ডান-বাম শেখাবে, বলবে যাও আস্তে কিংবা জোরে; পা তোল, পা বাড়াও, পিছিয়ে আসো- দেখ শূন্যতা-আগুন; ভর দাও, ভূমি স্পর্শ করো উড়াল দাও, বায়ুবেগে; মনসংযোগ করো, ভূমি স্পর্শ করো, দেখবে এক স্বয়ংক্রিয়তা ছুঁয়ে দেবে মন-বস্তু, চৈতন্য-অচৈতন্য। চির অসুখী, নশ্বরতা দেখ; কোথায় আপন সত্তা, আত্মা? চর্চা, চতুর্মাত্রিক ভিন্নতায়, অবিমিশ্রতায় যে প্রবাহ রচিত হয় তারই মধ্যে থাকে দীপ্ত হৃৎপিণ্ড, ওজন সংহতি— মেদমুক্ত পথের ইশারা, প্রাণ-ভোমরা, বস্তু, পৃথিবী…

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।