আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াকিং উইথ ডাইনোসরস

::::: দেখবো এবার জগতটাকে :::::
ব্লক বাষ্টার এনিমেশন ফিল্ম আইস এজের সর্বশেষ সিক্যুয়েল আইস এজ ৩ঃ ডন অফ দ্যা ডাইনোসর। নিঃসন্দেহে সাব জিরো হিরোদের সেরা এই ছবিটায়। আমি অবশ্য নেট থেকে হল প্রিন্ট ডাউনলোড করে দেখলাম, কিন্তু জটিল মজা পাইলাম। ম্যামথ দম্পত্তি ম্যানি আর এলি এবারে বেবি এক্সপেক্ট করছে। প্রথমবারের মতো বাবা হতে গিয়ে ম্যানির দুঃশ্চিন্তায় ঘুম হারাম।

কিছু হলেই আইস এজের সমস্ত প্রানীকুলকে ডাকাডাকি করে হয়রান। এসময় ডিয়েগোর (দাঁতালো বাঘ) ধারনা হলো ম্যানি আর এলির সংসারে ডিয়েগো এবং সিড (অপদার্থ স্লথ) ছাগলের ৩নাম্বার বাচ্চা। ডিয়েগো আইসএজ পরিবার ছেড়ে বেড়িয়ে পরে পিছু পিছু সিডও। পথে একলা সিড আন্ডারগ্রাউন্ড কেভের ভিতরে খুজে পায় বিশালাকার ৩টা ডিম। আর এই ৩টা ডিমকে স্বঘোষিত পোষ্য ঘোষনা করে শুরু করে বাবা হবার হাস্যকর চেষ্টা।

একসময় ডিম ফুটে বেড়িয়ে আসে ৩টি ডাইনোসরের বাচ্চা। বাচ্চা গুলোও সিডকে মা ভেবে বসে মজার মজার ঘটনা ঘটাতে থাকে। একসময় বাচ্চার সন্ধানে আইস এজ পল্লীতে হাজির হয় দৈত্যাকার মা ডাইনোসর। কিন্তু বিনা যুদ্ধে নিজের ডাইনোসর বাচ্চাদের ফেরত দিবে না সিড। বাধ্য হয়ে মা ডাইনোসর বাচ্চাদের সাথে নিয়ে যায় সিডকেও।

এদিকে বন্ধু সিডকে উদ্ধারে আবার একত্রে অভিযানে নামে ম্যানি, এলি, ডিয়েগো আর এলির ইদুর ভাই দুজন। খুজতে খুজতে তারা ভু-গর্ভস্থ এক ভয়ঙ্কর জগতে পৌছে যেখানে ভয়াল দর্শন বিকট ডাইনোসরেরা আজও টিকে আছে। আর এদের মাঝেই টিকে আছে দুঁদে গোয়ার গোবিন্দ এক এডভেঞ্চারার বিড়াল নাম বাক। বিরাট এক টি রেক্সের আক্রমনে একটা চোখ হারিয়ে বাক ক্ষেপে আছে, নিজের সাইজ উপেক্ষা করে সে বসে বসে মজার মজার সব এডভেঞ্চার করে কিভাবে নিজের চেয়ে শতগুন বড় টি রেক্সকে শায়েস্তা করা যায়। এদিকে বরাবরের স্কার্ট নামের বাদাম লোভী সেই কাঠবেড়ালীর সাথে পরিচয় হয় আরেক কাঠবেড়ালীনীর সাথে।

একটা বাদামের লোভে তাদের রোমান্টিক (?) ফাইটিং দেখলে হাসি ধরে রাখা দুরহ। সরাসরি ডাউনলোড করুন এখান থেকে http://stagevu.com/video/ktkpaeekzewy " । আর প্রান খুলে হাসতে থাকুন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।