আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু ১০.০৪ ডাউনলোডের পর কিছু করনীয়। ( পোষ্ট নতুনদের জন্য )

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
কয়েকদিন আগে রিলিজ পেয়েছে উবুন্টুর নতুন ভার্সন ১০.০৪ যাকে আমরা ল্যুসিড লিংক্স বলে জানি। দিন দিন উবুন্টুর উন্নতি হচ্ছে সেই সাথে সাথে ব্যবহারকারী ও বেড়েছে, উবুন্টুর এ ভার্সনেও নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে আর বিশেষ করে বাংলাদেশীদের মাঝেও উবুন্টু ব্যবহারের ঝোক অনেক বেড়েছে। এবার যারা ল্যুসিড লিংক্স সেটআপ দিলেন বা যারা সেটআপ দিতে ইচ্ছুক তাদের সাথে আমি একজন নতুন উবুন্টু ব্যবহারকারী হিসেবে কিছু বিষয় শেয়ার করতে চাই। উবুন্টুতে বাংলা : উবুন্টু ১০.০৪ তে বাংলা পড়তে হলে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হয়না।

তবে বাংলা লেখার জন্য কিছু করতে হয়। যারা অভ্র ব্যবহার করে বাংলা লিখেন তারা দেখুন এই লিংক টি। Avro Phonetic in Ubuntu Linux ‘Lucid Lynx’ আর যারা ইউনিজয় বা প্রভাত লেয়াউনটে লিখে থাকেন তারা System > Preferences > IBus Preferences >Input Methods এ গিয়ে বাংলা ইউনিজয় ও প্রভাত লেয়াউট সিলেক্ট করে Ctrl + Space চাপুন আর বাংলা লিখুন । বাংলা লিখতে গিয়ে আমার মতো যারা বানান ভুল করেন যাদের জন্য রয়েছে ফায়ারফক্সের সাথে বাংলা বানান পরীক্ষক। এখান থেকে ডাউনলোড করে নিন আর নির্ভুল বাংলা লিখুন।

সফটওয়্যার ডাউনলোড : ডাউনলোড করে নিন কয়েকটি প্রয়োজনীয় সফটওয়্যার যা ডিফন্টভাবে উবন্টু ১০.০৪তে আসেনি। নিচের সফটওয়্যার গুলি টারমিনাল থেকে সহজে ডাউনলোড করুন, যেমন লিখুন : sudo apt-get install (সফটওয়্যারের নাম ) sudo apt-get install gimp * gimp (ডিজাইনের জন্য) * chromium (ক্রোম ওয়েব ব্রাউজার) * vlc (মিউজিক প্লেয়ার) * gnome-do (যেকোন সফটওয়ার খুজুন ও ওপেন করুন) * docky (ডক বার ম্যাকের মতো। ) * wine (উন্ডজোর কিছু সফটওয়্যার ডাউনলোডের জন্য ) * liferea (আর এস এস ফিডের জন্য) * scribus (ডেক্সটপ পাবলিশিং) * fatrat (ডাউনলোড ম্যানাজার ) * emesene বা amsn ( উইন্ডোজ লাইফ ম্যসেনজারের আইডি দিয়ে চ্যাট করার জন্য ) * padgin ( ইয়াহু বা গুগল টক ও অন্যন্যা আইডি দিয়ে চ্যাট করার জন্য । ) * compizconfig-settings-manager (কমপিজ ফিউসন) * openoffice.org-pdfimport (পিডিওফ এডিটের জন্য ) আরেক দুটি বিশেষ সফটওয়্যারের কথা না বললেই নয়। তা হচ্ছে… Ubuntu Tweak e Ailurus এই সফটওয়্যর দুটি ব্যবহার করে উবন্টুকে সহজেই কন্টোল করা যায়।

টারমিনলে গিয়ে ডাউনলোড করুন sudo add-apt-repository ppa:tualatrix/ppa sudo add-apt-repository ppa:ailurus sudo apt-get update sudo apt-get install ubuntu-tweak ailurus আজাইরা পেচাল : উবন্টুর বিষয়ক কিছু উল্টাপাল্টা কথা এই ব্লগে পাবেন। কয়েকদিন আগে রিলিজ পেয়েছে উবুন্টুর নতুন ভার্সন ১০.০৪ যাকে আমরা ল্যুসিড লিংক্স বলে জানি। দিন দিন উবুন্টুর উন্নতি হচ্ছে সেই সাথে সাথে ব্যবহারকারী ও বেড়েছে, উবুন্টুর এ ভার্সনেও নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে আর বিশেষ করে বাংলাদেশীদের মাঝেও উবুন্টু ব্যবহারের ঝোক অনেক বেড়েছে। এবার যারা ল্যুসিড লিংক্স সেটআপ দিলেন বা যারা সেটআপ দিতে ইচ্ছুক তাদের সাথে আমি একজন নতুন উবুন্টু ব্যবহারকারী হিসেবে কিছু বিষয় শেয়ার করতে চাই। উবুন্টুতে বাংলা : উবুন্টু ১০.০৪ তে বাংলা পড়তে হলে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হয়না।

তবে বাংলা লেখার জন্য কিছু করতে হয়। যারা অভ্র ব্যবহার করে বাংলা লিখেন তারা দেখুন এই লিংক টি। Avro Phonetic in Ubuntu Linux ‘Lucid Lynx’ আর যারা ইউনিজয় বা প্রভাত লেয়াউনটে লিখে থাকেন তারা System > Preferences > IBus Preferences >Input Methods এ গিয়ে বাংলা ইউনিজয় ও প্রভাত লেয়াউট সিলেক্ট করে Ctrl + Space চাপুন আর বাংলা লিখুন । বাংলা লিখতে গিয়ে আমার মতো যারা বানান ভুল করেন যাদের জন্য রয়েছে ফায়ারফক্সের সাথে বাংলা বানান পরীক্ষক। এখান থেকে ডাউনলোড করে নিন আর নির্ভুল বাংলা লিখুন।

সফটওয়্যার ডাউনলোড : ডাউনলোড করে নিন কয়েকটি প্রয়োজনীয় সফটওয়্যার যা ডিফন্টভাবে উবন্টু ১০.০৪তে আসেনি। নিচের সফটওয়্যার গুলি টারমিনাল থেকে সহজে ডাউনলোড করুন, যেমন লিখুন : sudo apt-get install (সফটওয়্যারের নাম ) sudo apt-get install gimp * gimp (ডিজাইনের জন্য) * chromium (ক্রোম ওয়েব ব্রাউজার) * vlc (মিউজিক প্লেয়ার) * gnome-do (যেকোন সফটওয়ার খুজুন ও ওপেন করুন) * docky (ডক বার ম্যাকের মতো। ) * wine (উন্ডজোর কিছু সফটওয়্যার ডাউনলোডের জন্য ) * liferea (আর এস এস ফিডের জন্য) * scribus (ডেক্সটপ পাবলিশিং) * fatrat (ডাউনলোড ম্যানাজার ) * emesene বা amsn ( উইন্ডোজ লাইফ ম্যসেনজারের আইডি দিয়ে চ্যাট করার জন্য ) * padgin ( ইয়াহু বা গুগল টক ও অন্যন্যা আইডি দিয়ে চ্যাট করার জন্য । ) * compizconfig-settings-manager (কমপিজ ফিউসন) * openoffice.org-pdfimport (পিডিওফ এডিটের জন্য ) আরেক দুটি বিশেষ সফটওয়্যারের কথা না বললেই নয়। তা হচ্ছে… Ubuntu Tweak e Ailurus এই সফটওয়্যর দুটি ব্যবহার করে উবন্টুকে সহজেই কন্টোল করা যায়।

টারমিনলে গিয়ে ডাউনলোড করুন sudo add-apt-repository ppa:tualatrix/ppa sudo add-apt-repository ppa:ailurus sudo apt-get update sudo apt-get install ubuntu-tweak ailurus আজাইরা পেচাল : উবন্টুর বিষয়ক কিছু উল্টাপাল্টা কথা এই ব্লগে পাবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.