আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বাজার : উত্তরবঙ্গের প্রথম অনলাইন বাজার

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

যতোটা ব্যবসায়ীক চিন্তা থেকে করা তার থেকেও বেশি ছিলো শখ। আমাদের যমুনার এপারের জনগনকে "শিক্ষানগরী" এই একটি মুলো ঝুলিয়ে রাখা হয়েছে সৃষ্টিরও আদিকাল থেকে। এখানে কোচিং সেন্টার ছাড়া আর কোনো ইনকামের সুযোগ গড়ে ওঠেনি এখন পর্যন্ত। আর এখানের লোকজনও এতেই খুশি, কারন তাদের আলাদা কোনো চাহিদা নেই। এই জন্যই এরা পৃথিবীর অন্য যে কোন এলাকার থেকে সুখী লোক।

যাইহোক মুল কথায় আসি- একটি ইকমার্স সাইট চালু করলাম। নাম রাজশাহী বাজার । মুলত রাজশাহী বিভাগের যে কোন স্থানে উপহার পাঠানো যাবে রাজশাহী বাজারে অর্ডার দিয়ে। পেমেন্ট করা যাবে পেপ‌্যাল এবং ইন্টারন্যাশনাল ক্রেডিটকার্ড দিয়ে। আগামিতে ব্যাংক, ওয়েস্টার্ন ইউনিয়ন এবং লোকাল ক্রেডিটকার্ড, ডেবিটকার্ড ও ব্যবহার করা যাবে।

সুযোগ মতো ঢু মেরে আসুন এবং কিছু পরামর্শ খয়রাত করুন । http://www.rajshahibazaar.com/ (বি:দ্র: ডিজাইনের কাজ শেষ হয়নি...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।