আমাদের কথা খুঁজে নিন

   

পোলা মাইয়া আধুনিক হোইইচ্ছে- গাজী ফতেহ নূর

.............সুন্দর দিনের আগামী।

By গাজি ফাতিহুন নূর করিমের ছেলে যদু আধুনিক হচ্ছে । হুইস্কি প্যাগে প্যাগে ভাল টানতে পারে, খুব সুন্দর করে রাত জেগে মেয়েদের সাথে কথা বলতে পারে, সামান্য কলোহে রিলেশন ব্র্যাক আপ করে দিতে পারে, সাই সাই করে ধুলো উড়িয়ে চালাতে পারে বাইক, ফেসবুকে স্টাইলিশ ফটো দিতে পারে । যদু আধুনিক হচ্ছে । সাকিরা, পিটবুল, একন, লিংকিং পার্কের গান শুনে ।

যদু যে খ্যাত না এটা স্পষ্ট বুঝা যায় তার রবীন্দ্রনাথের গানের প্রতি বিতৃষ্ণা দেখে । রবীন্দ্রনাথের গান শুনলে ঝিমুনি আসে, শরীর গরম করার গান চাই ! যদুর কথাবার্তাও বেশ স্মার্ট । কথায় কথায় 'ফাক অফ, হোয়াট দা ফাক, ফাক ইউ, লাফিং মাই মাকিং এস আউট, গেট ইওর ফাকিং এস আউট্টা হিয়ার' এসব বাক্য বলতে পারে । যদু এতই আধুনিক যে সে তার বাক্য কি সুন্দর বাংলা, ইংলিশ, হিন্দীর মিশ্রনে করে ফেলে । বাক্যে ইংরেজি ক্রিয়াপদ এবং বিশেষণ না ঢুকালে স্মার্ট হওয়া যায় ! যদু পহেলা বৈশাখে পান্জাবি পড়ে রমনার বটমূলে পান্তা খায়, সন্ধার পর বিদেশি গানের তালে তালে রাশিয়ান ভদকা খায়, স্কচ ঢালে, লন্ডনের রাম নেয় ।

ছেলে আধুনিক হচ্ছে । করিমের মেয়ে জরিনা আধুনিকা হচ্ছে । কষ্ট টষ্ট করে সিগারেট খাওয়াটা শিখে নিয়েছে । আরো যেতে হবে বহুদূর । পাল্লা দিতে হবে উগ্র পুরুষদের ।

জরিনা কিঞ্চিত নারীবাদি জ্ঞান রাখে, যদিও এ বিষয়ে কোন চিন্তা-পড়াশোনা নাই; যুগের হাওয়া । জরিনা কবিতা পড়ে না, এগুলো পড়ে কিছু বেকার পোলাপান । যে সব ছেলেরা কবিতা ভালবাসে জরিনা এদের 'লাইক' করে না । আধুনিক ছেলেরা কনসার্টে স্টেজ কাঁপায় । কবিতার যুগ চলে গেছে সেই কবে ! জরিনা আধুনিক হচ্ছে ।

সে সবগুলো হিন্দি মুভি দেখেছে গত পাঁচ বছরের । সালমান খান তার বেশ প্রিয়, হাশমি সুইট । আর ওইদিকে দেভ একটু ভাল করছে । জরিনা আর্ট ফিল্ম দেখে না, ওগুলো বোরিং । জরিনা যে খুব আধুনিকা সেটা তার শেষের ছয়টা প্রেম হিসেব করলেই বুঝা যাবে ।

আধুনিক প্রেমে কমিটমেন্ট থাকে না । জরিনা বেশ কয়েকবার ইয়াবা ট্রাই করেছে ভীষন বুস্ট ! জরিনা অহংকার তেজদীপ্ত চলন ও অন্যকে অবহেলাটা শিখে গেছে, এটা পার্সোনালিটি মজবুত করে, এটাও আধুনিকতার একটা বৈশিষ্ট্য । জরিনা নিজের বুদ্ধিদীপ্ত গুণাগুন প্রবর্ধনে খুব একটা গুরুত্ব দেয় না, জরিনার গুরুত্ব শরীর নিয়ে । একটা নারীর শরীরই সব । তাই জরিনার পোশাক পরিধানে রুচিশীলতা থেকে প্রবৃত্তির গুরুত্ত্ব বরাবরই বেশি ।

জরিনার একটা সচেতন ইচ্ছে নিজেকে ভোগের সামগ্রী করা যেটা সে চতুরভাবে আধুনিকতার সাথে সমন্বয় করে দিয়েছে । আধুনিকা হবার প্রথম এবং প্রধান পূর্ব শর্ত যৌন চাহিদাকে প্রথম স্থানে রাখা । জরিনা আধুনিকা হচ্ছে...... আর ওইদিকে কোন একজন অনাধুনিক নিঃসঙ্গ ছাদের কিনারায় পৃথিবীর রুপ রস গন্ধ নেয়, জোছনার প্রবল আলোয় সাতার কাটে, আকন্ঠ কবিতা পান করে, সপে দেয় ধূসর পান্ডুলিপিতে । গভীর রাত পর্যন্ত ভাবে নিজেকে নিয়ে, সমাধান করতে চায় দার্শনিক প্রশ্নগুলো । একটা খ্যাতের মত ভালবাসে কোন একজনকে, কাঁচা হাতে কবিতা লিখে তাকে নিয়ে, খসড়া চিঠিটা রেখে দেয় ড্রয়ারে লুকিয়ে ।

এই অনাধুনিকটি ছুটতে চায় না 'fast' দের মত, একটু রোদ গায়ে মাখতে চায়, একটু গাছের পাতাটা ছুঁয়ে দেখতে চায়, মাটির গন্ধটা নিতে চায় প্রানপনে । অনাধুনিক ছেলেটি ঘাসের মাঠে তারা গুণে, অনাধুনিক মেয়েটি প্রবল জোছনায় রবীন্দ্র সংগীত গায় ছাদের দক্ষিণ কোণটায় । আমি অনাধুনিক হতে চাই । (ফেসবুক থেকে সংগৃহিত)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।