আমাদের কথা খুঁজে নিন

   

পোলা কয়- আমরা কি গরীব?



আমাদের ডানপাশের বাসায় বসবাসকারী ভদ্রলোক আমদানি-রপ্তানি শুল্ক (customs) কর্মচারী এবং বামপাশেরজন ডিপ্লোমা প্রকৌশলী। কর্মচারীর আমার ছেলের বয়সী একটি ছেলে থাকায় আমার বাচ্চা খেলার সাথী হিসেবে ঐ বাসায় যাতায়াত করে। ঐ বাসায় নানারকম জিনিসপত্রের আধিক্য দেখে আমার বাচ্চা আফসোস করে তাদের (আমাদের) জিনিসপত্র এতো কম! লোডশেডিংয়ের সময় প্রকৌশলীর বাসা IPS এর ব্যবহারে আলোকিত থাকে। আমরা থাকি হারিকেনের বাতিতে। একদিন প্রায় ৭ বছর বয়সী আমার বাচ্চা জিজ্ঞাসা করে- আমরা কি গরীব? উত্তর দেই- না, গরীব না। এই দেখ আাল্লাহ আমাদের কত সুন্দর হাত, পা, নাক, চোখ, মুখ দিয়েছেন। এগুলোর দাম অনেক। ভাগ্যিস বাচ্চা আবার জানতে চায় নাই- তাহলে আমাদের অনেক-বেশী জিনিসপত্র নাই কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।