আমাদের কথা খুঁজে নিন

   

কামারখন্দে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

বুধবার দুপুর ২টার দিকে হাটখোলা এলাকা থেকে নজরুল ইসলাম (৩৮) অপহরণ মামলার প্রধান আসামি বাবু মুন্সিকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
বাবু সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে।
কামারখন্দ থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর বাবুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিফাজতে নেয়ার আবেদন করে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৩ জুন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতের পরিচর্যা করার সময় কান্দাপাড়ার বাবু মুন্সি ও আড়িয়ামোহন গ্রামের গোলাম রব্বানী র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে ঝাঐল গ্রামের নজরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়।
তাকে এখনো উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী ঝরনা বেগম বাদী হয়ে বাবু মুন্সি ও গোলাম রব্বানীকে আসামি করে মামলা করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।