আমাদের কথা খুঁজে নিন

   

কামারখন্দে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ জিআরটি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, বুধবার সকালে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুরে লাশ উদ্ধারের পর থানায় রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিচয় না পাওয়া গেলেও তার পকেটে এক টুকরো কাগজে এনায়েতপুর এলাকার একটি মোবাইল নম্বর পাওয়া গেছে। সে নম্বরে ফোন করে তাদের সংবাদ দেয়া হয়েছে বলেও জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।