আমাদের কথা খুঁজে নিন

   

গণমাধ্যম স্বাধীনভাবে গণতন্ত্রের জন্য কাজ করছে না: আবুল মকসুদ



গণমাধ্যম স্বাধীনভাবে গণতন্ত্রের জন্য কাজ করছে না: আবুল মকসুদ ওয়ান-ইলেভেন প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা বর্তমান সময়ে দেখা যাচ্ছে না জানিয়ে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গণমাধ্যম স্বাধীনভাবে সত্য ও গণতন্ত্রের পক্ষে কাজ করছে না। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০১০’ উপলক্ষে তথ্য অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আবুল মকসুদ বলেন, ইতিহাসে দৃষ্টিপাত করলে আমরা সব সময় দেখেছি গণমাধ্যম রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর লড়াই চালিয়ে গেছে। কিন্তু বর্তমানে গণমাধ্যমের অতীত ভূমিকা ফিকে হতে বসেছে। তিনি বলেন, তথ্যের অধিকার বলতে কার বাবা কি ছিলো কার বোন কোথায় থাকে বোঝায় না। সরকারের স্বচ্ছতা ও জনগণের স্বার্থে সংবাদ প্রদান করাই হলো তথ্যের অধিকার। অনুষ্ঠানে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, করপোরেট কোম্পানির কারণেই মূলত সংবাদপত্রগুলো মুক্তভাবে কাজ করতে পারছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.