আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার মুভি আয়রন ম্যান টু

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
২০০৮ সালে 'আয়রন ম্যান' মুভির ব্যাপক সাফল্যের পর নির্মিত হয়েছে সিক্যুয়েল আয়রন ম্যান টু। যা থিয়েটারে মুক্তি পাবে আগামী ৭ মে শুক্রবার ২০১০। এটিই এই গ্রীষ্মের প্রথম ব্লকবাস্টার মুভি। এরই মধ্যে হয়ে গেছে আয়রন ম্যান টুয়ের ওয়ার্ল্ড প্রিমিয়ার। লন্ডনে ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইসল্যান্ডের আগ্নেয়গিরির লাভা উদগীরণের ফলে সৃষ্ট ছাইমেঘ বিমান চলাচলে বাধা সৃষ্টি করায় লস এঞ্জেলেসেই করতে হলো ওয়ার্ল্ড প্রিমিয়ার।

লস এঞ্জেলেসের এল ক্যাপিটান থিয়েটারে হয়েছে এই জমকালো প্রিমিয়ার। প্রিমিয়ার রাতে রেড কার্পেটে যেন সাদা পরী সেজেছিলেন আয়রন ম্যান টুয়ের দুই তারকা অভিনেত্রী স্কারলেট জোহানসন (২৫) ও জিনেথ প্যালট্রো (৩৭)। কিন্তু তারা নিজেদের দুই জীবনসঙ্গী যথাক্রমে রায়ান রেনল্ডস ও ক্রিস মার্টিনকে প্রিমিয়ারে না আনলেও 'আয়রন ম্যান' রবার্ট ডাওনি জুনিয়রের সঙ্গে ঠিকই ছিলেন প্রডিউসার স্ত্রী সুজান ডাওনি। আয়রন ম্যান টুয়ের তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্যামুয়েল এল জ্যাকসন ও মিকি রৌর্ক। আশির দশকের মুভি আইকন সিলভেস্টার স্ট্যালন গিয়েছিলেন ওয়াইফ জেনিফার ফ্ল্যাভিনকে সঙ্গে নিয়ে।

অন্যদিকে বান্ধবীকে নিয়ে উপস্থিত ছিলেন প্লেবয় মুঘল হিউ হেফনার, যার বয়স এখন ৮৪ বছর। মারভেল স্টুডিও ও প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত ও পরিবেশিত আয়রন ম্যান টু পরিচালনা করেছেন জন ফাভরো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.