আমাদের কথা খুঁজে নিন

   

আশ্রয় চাই



একটু নিশ্চন্তে কি কাঁদতে পারব না। মানুষ যেভাবে কাঁদে, বাবা মা মরে গেলে কিংবা প্রানপ্রিয় স্বজনের অকাল প্রয়ানে। আজ বুঝি আর কান্নার জায়গা থাকল না। মসজিদ, গির্জাগুলো তো দানবের অযাচিত হস্তক্ষেপে অনেক আগেই হিস্রতায় বন্দী হয়ে গেছে আমার ঘর কি আক্রমনের কেন্দ্র বিন্দু। আমার বুক কি বেয়নেটের খোঁচায় রক্তাক্ত হবার জন্যই জন্ম নিয়েছে? ভাব? মানুষের রক্তের ছোপে স্বাধীন হয়েছে আমার মাটি। আমার বুকের রক্তে ধোঁয়া এই সবুজ বৃক্ষাদি। তবে আমার কাঁন্নার কেন জায়গা থাকবে না? আমরা সিজদা, আরাধনা, আমার মাতমের জন্য আজ আমাকে জায়নামাজের বুটিতোলা প্রসস্তি দাও। আর নিয়ে নাও নীলের বোবা কান্না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।