আমাদের কথা খুঁজে নিন

   

আমার ফেসবুক পাসওয়ার্ড কেউ জানে না তো? আমি জানি ২০৫++++টা



আজকাল প্রায় সবারই ফেসবুকে একাউন্ট আছে। নিয়মিত না হলেও মাঝে মাঝে তা ব্যবহার করে থাকেন। পুরনো বন্ধুত্বকে ঝালাই করার পাশাপাশি নতুন নতুন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে ফেসবুকের কদর আজ রোজার ঈদের বেগুনের মতোই। ফেক বা ভুয়া একাউন্টের পাশাপাশি নতুন আরেকটি উৎপাত- সেটি হল পাসওয়ার্ড চুরি। ইদানিং কিছু কিছু সফটওয়্যার আছে যা আকারে ২০০-৫০০ কিলোবাইটের বেশি নয়।

পেইনড্রাইভে করে যে কোন পিসিতে ব্যবহার করা যায় যা কিনা ইনস্টল ও করতে হয় না। শুধু ক্লিক করতেই যতটুকু সময় লাগে। নতুন windows সেটআপ এর পর থেকে এ পর্যন্ত যারাই ফেসবুক ব্যবহার করেছেন তাদের পাসওয়ার্ডের পাশাপাশি অন্যান্য বন্ধুদের ই-মেইল ঠিকানা পাওয়া যায়। ফেসবুকই নয়, পাসওয়ার্ড ভিত্তিক সকল ওয়েব ঠিকানাই এর আওতার বাইরে নয়। অনেকে এটা পড়ে চমকে উঠেছেন? এই সমস্যার পাশাপাশি সমাধান আছে।

বাজারে অনেক এন্টি-ভাইরাস সফটওয়্যার থাকলেও অনেকাংশে তা অকার্যকর। কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। কেননা আপনি সফটওয়্যার বন্ধ করে এটি পেনড্রাইভ থেকে এটা ব্যবহার করতে পাববেন। তো কী করা যায়? আমি মোটামুটি শতভাগ না হলেও বলতে পারি Kaspersky Internet Security 2010 ব্যবহার করে দেখেন। কারণ এতে পাসওয়ার্ড ব্যবহার করা যায়।

যে কেউ সহজেই বন্ধ কিংবা কম্পিউটার থেকে বাদ দিতে পারবে না। তবে সাইবার ক্যাফে গেলে একটা রিস্ক থেকেই যায়। *কারো কোন মন্তব্য-সমালোচনা সাদরে গৃহীত। (ভুল-ক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন) ***আমার কাছে আছে প্রায় ২৫০+ একাউন্ট এবং পাসত্তয়ার্ড*** আমি অতিশয় হতাশ কেননা কেউ বোধহয় গুরুত্ব দেয়নি এই জাতীয় লেখা পড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.