আমাদের কথা খুঁজে নিন

   

লালন শাঁই



আমার মন বেবাগী ঘোড়া আমার মন বেবাগী ঘোড়া বাগ ফেরাতে পারিনে দিবারাতে। মুরশিদ আমার বুটের দানা খায় না ঘোড়া কোনমতে।। বিসমিল্লায় দিলে লাগাম একশ’ ত্রিশ তাহার পালান হাদিস মতে কশনি কসে চড়লাম ঘোড়ায় সোয়ার হতে।। বিসমিল্লায় কিম্ভু ভারি নামাজ রোজা তাহার সিঁড়ি খায় রাতে দিন পাঁচ আড়ি ছিঁড়ল দড়া আচম্বিতে।। লালন সাঁই কয় রয়ে সয়ে কত ঘোড়া সোয়ারী যাচ্ছে বেয়ে পার যাব কি আছি বসে শুধু আমার কোড়া হাতে।। লালন-সঙ্গীত, পৃ. ২১০ শ্রেণীবিভাগ: আ, আত্মতত্ত্ব/মনতত্ত্ব |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.