আমাদের কথা খুঁজে নিন

   

হুয়াওয়েই স্মার্টফোন আনল সিঙ্গার

অ্যাসেন্ড ডাবি উ-তে অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে থাকছে উইন্ডোজ ৮। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪ গিগাবাইট রম, ৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, পাঁচ মেগাপিক্সেল পেছনের ও ০.৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। অন্যদিকে অ্যাসেন্ড জি ৫০০-এ রয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ ওএস, ৪.৫ ইঞ্চি ভিজিএ ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪ গিগাবাইট রম, পাঁচ মেগাপিক্সেল পেছনের ও ০.৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা।
অ্যাসেন্ড ওয়াই ৩০০ স্মার্টফোনটিতে ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১। এতে রয়েছে ৪ ইঞ্চি ভিজিএ ডিসপ্লে। এছাড়াও অ্যাসেন্ড জি ৫০০ মডেলটির হার্ডওয়্যার স্পেসিফিকেশনের সঙ্গে বেশ মিলও রয়েছে স্মার্টফোনটির। অন্যদিকে অ্যাসেন্ড ওয়াই ২০০ মডেলটিতে রয়েছে ৩.৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে, ৮০০ মেগাহার্টজ প্রসেসর এবং ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড ২.৩।
এছাড়াও স্মার্টফোনগুলোতে থাকছে ৫১২ মেগাবাইট র‌্যাম, ৩২ গিগাবাইট এক্সটার্নাল স্টোরেজ এবং গানপ্রেমীদের জন্য অ্যাসেন্ড জি ৫০০ ও অ্যাসেন্ড ওয়াই ২০০ মডেলগুলোতে রয়েছে বিশেষ প্রযুক্তি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।