আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর সংখ্যা ৮৬!

আমরা আমাদের প্রবাসী জীবনের কথা বলতে চাই........

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার স্টেটের বিদা গ্রামের অধিবাসী মোহাম্মদ বেলেস্না আবুবকরের স্ত্রীর সংখ্যা ৮৬! তার ছেলেমেয়ের সংখ্যা ১৭০৷ এতোগুলো স্ত্রী ও সনত্মানের ভরণপোষণ একমাত্র আলস্নাহর দয়াতেই সম্ভব হচ্ছে বলে উলেস্নখ করেন আবুবকর (৮৪)৷ রোগ নিরাময়ের ৰমতার কারণেই এতোগুলো নারী তার স্ত্রী হয়েছেন বলে দাবি এ সাবেক শিৰকের৷ তার বেশির ভাগ স্ত্রীর বয়স ২৫-এর কম এবং কারো কারো বয়স তার সনত্মানের চেয়েও কম! ইসলাম ধর্ম ৪টির বেশি স্ত্রী একসঙ্গে রাখার অনুমতি দেয় না প্রসঙ্গে আবুবকর বলেন, ৪-এর বেশি স্ত্রী রাখলে শাসত্মি দেয়া হবে কি না কোরআনে তার উলেস্নখ নেই এবং প্রভুর নির্দেশেই তিনি এতোগুলো বিয়ে করেছেন! তবে তাকে অনুসরণ করা থেকে অন্যদের বিরত থাকার আহ্বান জানান তিনি৷ দেশটির মুসলিম আলেমরা বলেন, আবুবকর প্রকৃত মুসলমান নন, তিনি ভিন্ন সম্প্রদায়ের৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.