আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর গোয়েন্দাগিরি!

ফেসবুক আইডি:নাই

দিনের অনেকটা সময় কম্পিউটারের পেছনে ব্যয় করছিলেন ৬৮ বছর বয়সী ডেভিড রবার্ট। তা দেখেই সন্দেহ হয় স্ত্রী চার্লির। ডেভিডের অনুপস্থিতিতে কম্পিউটারে চ্যাটরুমে আসা একটি মেসেজ দেখে সন্দেহ আরও প্রবল হলো। ডেভিড কম্পিউটারে কী করেন তা জানতে রীতিমতো তদন্ত শুরু করেন চার্লি। পাশের বাড়ির একটি কম্পিউটারের চ্যাটরুমে ১৪ বছরের কিশোরী পরিচয়ে প্রোফাইল খোলেন।

ডেভিডের সঙ্গে নিয়মিত চ্যাট করতে শুরু করেন চার্লি। ১৪ বছরের কিশোরীটি যে তার স্ত্রী ঘুণাক্ষরেও তা বোঝেননি ডেভিড। সে জন্য যৌন আচরণের জন্য তাকে প্রলুব্ধ করতে থাকেন। ডেভিডের এ আচরণে চার্লি বুঝতে পারেন তার সন্দেহই সত্য। আর দেরি না করে পুলিশকে খবর দেন।

পুলিশ জব্দ করে ডেভিডের কম্পিউটার। শিশুদের ডজন ডজন অশ্লীল ছবি ডাউনলোড করার সময় ডেভিডকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধরা পড়ার কয়েক সপ্তাহ পরও ডেভিড বুঝতে পারেননি পুলিশ কীভাবে তার সন্ধান পেল। যুক্তরাজ্যের কার্ডিফ ক্রাউন কোর্টে মামলার শুনানি চলাকালে ডেভিড বুঝতে পারেন স্ত্রী চার্লিই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে কোনো স্কুলছাত্রীর সঙ্গে যৌনকাজে লিপ্ত হননি বলে ডেভিড জানান।

কোর্ট ডেভিডকে তিন বছরের কমিউনিটি অর্ডার দিয়েছে এবং অনলাইনে ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করেছে। আর তার সঙ্গে ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন চার্লি। অপরাধ অনুযায়ী ডেভিড কম শাস্তি পেয়েছেন বলে তার অভিমত। কারাদণ্ডই তার উপযুক্ত শাস্তি বলে মনে করেন তিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.