আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গোপসাগরের প্রতি



শত শত বাও জলের গহীনে পলি জমে হাজার বছর - সাগরে জেগেছে যে দুবলার চর - তার তো জননী তুমি - কিন্তু মা, আমার আশ্রয় কই? সুলেমানী তরবারী হতে চাই নি কখনো তোমার অতল তল থেকে জেগে ওঠা নিঃশব্দ 'আলোর কোল' চর হতে চেয়েছি কেবল, চেয়েছি বারবার সুন্দরবনে বেড়ে ওঠা একটা বেনামী গাছ হতে - ঘুঘু হতে - কেষ্ট নামের যে মাঝি ছেলেটা বিজন দ্বীপে নৗকা সারাতে সারাতে ভর দুপুরে গেয়ে ওঠে - ‌'হরি নামে সুর বেঁধে দাও দেহ একতারায়' তার মতো বেভুল হতে চেয়েছি। শাঁখারী বাজারে ব্যবসায়ীদের ভীড়ের ভেতর গোপাল নামে যে দোকানী লোকটার গায়ে কেমন যেনো নদী নদী গন্ধ - তার মতো একটা খুব গোপাল হতে চেয়েছি; প্রবল বিজয়ী হতে তো চাই নি কোনো দিন - চেয়েছি সহাবস্থান - চোখে চোখে প্রাণের ইশারা - তবু কেন স্লেজ টানা কুকুর হয়ে ওঠছি ক্ষেপে উঠছি পরস্পরের বিপরীতে - নিজেদেরই রক্তে কেনো রাঙিয়ে তুলছি বরফ? এখন তো ফুরোবার সময় নয় - জীবন জীবন করে - কাঙালীপনার সময় নয় জীবনের পিছু পিছু; এখন আমরা গাছ হবো রোদ এস জিরোবে তার পত্র-পল্লবে সমুদ্র হবো - রহস্য তৈরি হবে সাগর ঘিরে সাগরের প্রাণী শঙ্খকে ঘিরে তৈরি হবে শাঁখা ও সধবার মিথ - কিন্তু এমন কেন হচ্ছে মা? প্রাণ কেন পড়ে যাচ্ছে মুঠো উছলে! (' ড্যাশ' লেখা গেলো না। তাই হাইফ্যান এর দুই পাশে স্পেস দিয়ে ড্যাশ বোঝানো হলো।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.