আমাদের কথা খুঁজে নিন

   

আলোর পানে



আধারে আধারের ছায়া পড়ে ,জীবন নড়ে দুর অজানায় হেটে বেড়ায় মানুষ জানেনা গন্তব্য কোথায়? ঐখানে যেনো আলোর ঝিলিক কিন্তু নীচে যে অথই সমুদ্রের ঢেউ হাঙ্গরের দলেরা ঘুরে বেড়ায় রক্ত ! রক্তের গন্ধ খুজে বেড়ায় ! মানুষ ভাবে পারবে কি যেতে ওখানে ? আ”্ছা ও কি আলো , নাকি কোনো মরিচীকা? ও কি জীবনের আহ্বান ,নাকি মৃত্যুর বিভীষিকা? চিন্তার কোনো কুল কিনারা নাই তবু ভাবে সে ,যাক, যা হবার হবে!! আমি পাড়ি দেবো এই আধার,যাব ওখানে । আলোয় আমার ঠিকানা জানি বিপদেরা ওঁৎ পেতে আছে তবু নেই ভয়,তুমি গোপনে মোরে শক্তি যোগাবে আমি যাব ওখানে । আমি সকল বাধা ছিন্ন করে যাব যদি বিপদেরা হাঙ্গর হয় আমি তিমি হব, যদি তারা সাপ হয় আমি হব চিল আর সাগরের ঢেউয়ে ঘুওে বেড়াবো গাঙচিলের মতো কেননা ,তুমি থাকবে সংগোপনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.