আমাদের কথা খুঁজে নিন

   

দিপু মনির কান্ড!!!!!!!!!!!!!



দীপু মনি এসেছিলেন লন্ডনে, এসে সেইরকম একটা গন্ডগোল বাধিয়ে আবার চলে গেছেন। সেই গন্ডগোল বাঁধাতে তাকে সাহায্য করেছেন আগাচৌ নামক এক প্রতারক ব্যাক্তি (অনেকে একমত নাও হতে পারেন)। আগামী ৬ই মে ব্রিটেনে নির্বাচন। ব্রিটেনে আমরা একটা ইতিহাস সৃস্টি করতে যাচ্ছি। কারন বহুদিনের প্রতীক্ষার পর এই প্রথম বারের মতো একজন বাংগালী এম পি নিশ্চিত ভাবেই নির্বাচিত হতে যাচ্ছেন ব্রিটিশ বাংগালী অধ্যুষিত বেথনাল গ্রীন এবং বো এলাকা থেকে।

এই স্বপ্ন এখন পূরন হবার পথে। যেখানে পাকিস্তান বিগত পার্লামেন্ট নির্বাচনের পর একজন মিনিস্টার পেয়েছে সেখানে আমরা এখনো এমপি ই পেলাম না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী লন্ডন যুবলীগ আয়োজিত এক মিটিং এ লেবার প্রার্থী রুশনারাকে ভোট দিতে অনুরোধ করেছেন। মজার ব্যাপার উক্ত মিটিং এ বর্তমানের হঠাৎ জনপ্রিয় হয়ে যাওয়া লিবারেল ডেমোক্রেটিক প্রার্থী আজমল মাসরুর ও উপস্থিত ছিলেন। এদিকে আজমল মাসরুর বলেছেন. যদি নির্বাচনে তিনি নির্বাচিত হন তাহলে বাংলাদেশ সরকারের সাথে তার সম্পর্ক কেমন হবে?? যেহেতু বাংলাদেশের একজন মন্ত্রী নির্দিষ্ট করে বলে দিয়েছেন লেবার প্রার্থী রুশনারা কে ভোট দিতে।

টোরি প্রার্থী জাকির খান এবং রেসপেক্ট প্রার্থী আবজল মিয়া ও নিন্দা প্রকাশ করেছেন। মনে আজ প্রশ্ন জাগে আবালের কাজ কাম দেখে.। এদের মাথায় কি ঘিলু নেই। এইসব হাঁটুতে বুদ্ধিওয়ালা মহিলা নিয়ে মাথা মোটা গর্দভ হাসিনা কি দেশটার হাঁটু ভেংগে দেওয়ার পাঁয়াতারা করছে? অবিলম্বে দিপু মনির ক্ষমা আশা করছি। নিশ্চ্য় দীপু মনি বুঝতে পারবেন তার ভুল।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.