আমাদের কথা খুঁজে নিন

   

জাগরন মঞ্চের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন ???

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। জাগরন মঞ্চে পরবর্তী কর্মসূচী কি হতে পারে ?? আমার ধারনাগুলো নিচে দিলাম, আপনাদের টাও দেন .. ১) কাঠালপাতা মিছিল : শাহবাগ কেন বাশ মিছিল করে আমি বুঝি না, শাহবাগের উচিত কাঠালপাতা মিছিল করা ,আমরা করবো অহিং:স মিছিল , থাকবে না কোন বাশ কিংবা রড। শুধুই কাঠালপাতা থাকবে, মুখে থাকবে বানীচিরন্তন "আহ তু তু তু হাট'' :পি ২) ছাগুদের কাঠালপাতা খাওয়ানো কর্মসূচী : মহাসমাবেশ শেষ হলে গন কাঠালপাতা খাওয়ানো কর্মসূচী করা যেতে পারে। সে জন্য আশেপাশের খামারগুলো থেকে ছাগল ভাড়া করা যেতে পারে। (আমি দুইটা ছাগল পালন করি , বললে তাদের সাথে করে আনতে পারি) ৩) জৈবসার উৎপাদন কর্মসূচী : ছাগলদের খাওয়াবো , তারা নাদাবে , নাদা দিয়ে জৈবসার হবে, মাটির উর্বরতা বাড়বে, ছাগল পালনের উপকারিতা সরকার আগেই বুঝেছে , পাবলিকও বুঝতে পারব। ৪) নৈতিক শিক্ষাদান প্রকল্প : ছাগলরা অন্যে সম্পদ নস্ট করে, তাই তাদের নৈতিক শিক্ষা দান প্রকল্প শুরু করা যেতে পারে। ৫) আরতো কিছু মাথায় আসছে না .. আপনেদের আইডিয়া আছে কোনো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.