আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর 'আনন্দ' পাঠকদের বিভ্রান্ত করেছে

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

আমি প্রথম আলোর পাঠক না। পড়তে ইচ্ছা করে না। পড়া ছাড়ছি অনেক আগে। এই শুক্রবারের আগের শুক্রবার বাড়ি যাবার পথে গাড়িতে একজন আমারে প্রথম আলো ফ্রি দিছিল। প্রজন্ম ডট কম পাতায় আমাদের অভ্র ও জব্বারের বিজয় বিষয়ে একটা লেখা দেখে যার পত্রিকা তার থেকে হাতে নিছিলাম।

গাড়ি থেকে নামবার সময় উনারে পত্রিকাটা ফেরত দিতে গেছি উনি নেন নাই। বললেন - লাগবে না, আপনি পড়ে কাউকে দিয়ে দিয়ে। ব্যাপারটা রহস্যজনক! উনি আমারে দশ টাকা দামের পত্রিকাটা ফ্রিতে দিয়া দিলেন ক্যান? পত্রিকামালিক একজন ইয়াং আদমি আছিল। গাড়ীতে 'রাজনৈতিক আলাপ নিষেধ' লেখা থাকা সত্ত্বেও যে রাজনৈতিক আলাপ হইছে ওখানে তিনি আওয়ামী লীগের ঘোর সমথক আছিলেন। উনি কি প্রথম আলোর প্রচার করলেন? যা হোক আমি ওনার কথা রাখছি।

ঐ লেখাটা পইড়া পত্রিকাটা বাড়িতে কাজিনরে দিয়া আসছি। সেখানে পত্রিকাটার যথেষ্ট প্রচার হইছে। কারণ আমার গ্রামের বাড়িতে সদস্য সংখ্যা বেশি। তারপর আর প্রথম আলোর প্রিন্ট কপি পড়া হয় নাই। গত বৃহষ্পতিবারের প্রথম আলোর অনলাইন এডিশনে একটা লিংক অনুসরণ কইরা হাজির হইছিলাম।

সেখানেই আনন্দ পাতার একটা খবর দেখলাম শিরোনাম 'রাবণ-জ্বরে বলিউড'। পড়তে পড়তে খাইলাম টাসকি। এক জায়গায় লিখছে, "অস্কার ও গ্র্যামি জয়ের পর সেই অর্থে রহমানের তেমন কোনো অ্যালবাম আসেনি। ব্লু অ্যালবামটিও ছিল অনেক আগের। " বলে কি! "সেই অর্থে" মানে কোন অর্থে? "তেমন কোনো অ্যালবাম আসেনি" মানে কেমন অ্যালবাম আসে নাই? ব্লু অ্যালবামটি অস্কার ও গ্র্যামি জয়েরও আগের?? হাঃ হাঃ হাঃ মনে পড়ে গেল আগে বন্ধুরা প্রথম আলোর এই জাতীয় নিউজগুলো পড়ে খুব হাসতাম! প্রকৃত খবর হলো, এ আর রহমান স্যার অস্কার জেতার পর প্রথম রিলিজ পায় ব্লু অ্যালবামটি।

রিলিজ ডেট ৮ সেপ্টেম্বর। সো, এটা মোটেও অনেক আগের অ্যালবাম 'ছিল' না। এই বিষয়ে রহমান স্যারের সাক্ষরিত নোটের ইমেজ সংযুক্ত করা হলো। ব্লু একটি চমৎকার অ্যালবাম হয়েছিল। আমি এটির রিভিউও লিখেছিলাম, যা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

বিবিসি লিখেছিল, "Let’s just hope that the film matches up to this brilliant musical treat from Rahman, a fantastic follow up to Slumdog Millionare." কিন্তু প্রথম আলোর রিপোর্ট ব্লু অ্যালবামটিকে পাত্তাই দিল না! এছাড়াও রিলিজ হয়েছিল রহমান স্যারের করা 'কাপলস রিট্রিট' মুভির সাউন্ডট্র্যাক। এই অ্যালবামের 'না না' গানটি ২০১০ অস্কারে 'বেস্ট অরিজিনাল সং' বিভাগে নমিনেশের জন্য লংলিস্টেড ছিল। তো, এই তথ্যগুলো যারা জানেন কিংবা জানেন না তাদেরকে প্রথম আলোর আনন্দ বিভ্রান্ত করেছে। জানি না পাঠকদের বিভ্রান্ত করার প্রথম আলোর এই চক্র আর কতো দিন চলবে! দিন বদলের গুরু প্রথম আলো নিজেরাই বদলাতে পারছে না! আলোচিত খবরের ব্যাপারে আমার শেষ মন্তব্য হলো, পন্ডিত হওয়া ভালো কিন্তু পন্ডিত সাজা ঠিক না। নিউজটি কে লিখেছে তা জানা থাকলে তার সঙ্গে তর্কযুদ্ধে যেতে আমার আপত্তি ছিল না।

আপাতত বেচারা পাঠকদের পক্ষ থেকে এইটুকু বললাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.