আমাদের কথা খুঁজে নিন

   

রাজার বাগান



ক্রমাগত ভুলের ভেতর ফুটে ওঠা বাগানের একমাত্র সঠিক ফুলটির নাম- ভুল এই ফুলের বিচিত্র পাপড়ি ভেঙে দিয়ে যায় রঙ সংক্রান্ত সকল সীমানা অথচ, ছবি আকার ক্লাশে শেখা শ্লোক আজীবন বহন করে চোখ রাঙিয়ে বলো রং হলো সাদা আর কালো তাই আর হলো না যা হবার কথা ছিল, আমরা যেন- মাঝপথে কর্তৃপক্ষের চাপে বন্ধ হয়ে যাওয়া এক টিভি সিরিয়াল দর্শক বেদনা নিয়ে বৈকালিক ভ্রমনে তবু দেখা হয়ে যাবে "রাজার বাগানে" (রব ভাইয়ের সাথে চ্যাট করতে করতে লেখা এই কবিতা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।