আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টার দেখলামঃ "খাম্বা তারেক" (এডিটেড রিপোস্ট)

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

পোস্টার দেখলামঃ "খাম্বা তারেক"। তারেকের দূর্ণীতির ফলেই আজ বিদ্যুতের এই অবস্থা। বুজলাম। আওয়ামীলীগের আন্দোলনের ফসল দালাল মঈন-ফাকরুদ্দীন সরকার ২ বছর আর আওয়ামীলীগ সরকার নিজে দেড় বছরে কি পাকা গুপ্তকেশ ছিড়তাছে??? যুদ্ধাপরাধীরা সিন্ডিকেট কইরা যেমন দাম বাড়ায় তেমন কয়দিন পর শুনমু যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়া বিদ্যুত সব ফুরাই গেসে। বদরুদ্দীন ওমর লেখছে, সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী যে বিদ্যুত কেন্দ্র উদবোধন করছে সেইটা ৬ মাস আগ থিকাই বিদ্যুত উতপাদন করিতেছে।

তাইলে এই ড্রামাটিক উদবোধনের দরকার কেনু কেনু কেনু??? ১লা বৈশাখে সারাদিন্রাইত একবারও কি মাঠে সেচ দেওয়া লাগে নাই?? বিদ্যুত একবারও গেল না যে!! যারা বলতাছে এই সাম্রাজ্যবাদের দালাল সরকার আব্বাগো খুশী করতে ইচ্ছাকৃত বিদ্যুত সঙ্কট বজায় রেখে মিডল ক্লাস জনগনকে খেপাই তুইলা বলতে পারবে। তারেকের দূর্নীতিতে বিদ্যুতের যে অবস্থা তা থেকে বাচতে দরকার গ্যাস। আর গ্যাসের জন্য দরকার বিদেশী কম্পানীকে ইজারা দেওয়া!!! পরিস্কার!!! আহ কি চমতকার। আসেন আনন্দে প্যান্ট খইলা মাথায় বাইন্ধা পাছায় তালি দেই। বাহ আওয়ামীলীগের "বামপন্থী" সরকার এই তো চাই।

সাবাশ ১৪ দল। দাতারা (দাদারা) আপনাদেরই খুজছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।