আমাদের কথা খুঁজে নিন

   

গান্ধীর উইল ও স্যান্ডেল অপ্রত্যাশিত দামে বিক্রি

বিবিসি জানায়, উইলটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এটি নিলামে বিক্রি হয় ৫৫ হাজার পাউন্ডে। দুই পাতার এ উইল গুজরাটি ভাষায় লেখা। এতে একই ভাষায় মহাত্মা গান্ধীর সই রয়েছে। অন্যদিকে, গান্ধীর স্যান্ডেল জোড়া বিক্রি হয়েছে ১৯ হাজার পাউন্ডে।

এ মূল্য অনুমিত দামের চেয়ে ৯ হাজার পাউন্ড বেশি। নিলামকারী প্রতিষ্ঠান মুলক এর আয়োজিত এ নিলাম অনুষ্ঠানে গান্ধীর উইল, চটি ছাড়াও পরীক্ষার জন্য দেয়া রক্তের নমুনাসহ তার ব্যবহৃত ৫০ টি স্মারক নিলামে তোলা হয়। তবে গান্ধীর রক্তের নমুনা বিক্রি হয়নি। ১৯২০ এর দশকে অ্যাপেন্ডিক্সে অস্ত্রোপচারের সময় গান্ধী তার এক বন্ধুর কাছে রক্ত পরীক্ষার জন্য মাইক্রোসকোপ স্লাইডে নমুনা দিয়েছিলেন। ১৯৩২ সালে ব্রিটিশ পার্লামেন্টের একটি দলিলে মহাত্মা গান্ধীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করা হয়।

ওই ঘোষণাপত্র ২০০ থেকে ৩০০ পাউন্ডে বিক্রি হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু এটি ২৬০ পাউন্ডে বিক্রি হয়েছে। পঞ্চম জর্জের সঙ্গে গান্ধীর করমর্দনের একটি ছবি ২৫ পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে আরও ছিল গান্ধীর বিছানার চাদর ও তার প্রার্থনার জপমালা। গত বছর মহাত্মা গান্ধীর চশমা অপ্রত্যাশিত দামে বিক্রি হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.