আমাদের কথা খুঁজে নিন

   

আজকের আকাশে অনেক তারা...

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
এতক্ষণে সবারই জেনে থাকবার কথা, তারপরও না জেনে থাকলে বলি, আজ ব্লগার আকাশ_পাগলা'র জন্মদিন। যারা এখনো ওকে উইশ করেননি, তারা জলদি জলদি করে আসুন! সামুতে আমার রেজিষ্টার করার পেছনে ইন্সপিরেশন ছিলেন নাফিস ইফতেখার ভাইয়া। রেজিষ্ট্রেশনের পর সেফ হবার আগ পর্যন্ত বসে বসে নাফিস ভাইয়ার লেখাগুলো পড়তাম। প্রথম পাতায় ও নজর থাকত। একদিন চোখে পড়ল আকাশ_পাগলা'র একটা লেখা।

পড়লাম। পড়তে পড়তে কখন যে ভক্ত হয়ে গেলাম নিজেও জানি না। তারপর স্বভাব বশঃত আকাশের সবগুলো লেখা পড়ে ফেললাম। প্রতিটি লেখাতেই যেন নতুন এক আকাশ। নিয়মিত হয়ে গেলাম ওর ব্লগে।

টুকিটাকি কথাবার্তা চলত। ম্যাসেঞ্জারেও কথা হত। এরপর একদিন আকাশ বলল দেখা করার কথা। খুবই ইনফর্মাল একটা মিটিং ছিল সেটা। আস্তে আস্তে ব্লগার আকাশ_পাগলা'র পাশাপাশি মানুষ আকাশের সাথে পরিচয় হল।

সেটা একটা মজার অভিজ্ঞতা। ওর মধ্যে সৃষ্টিকর্তা জীবনবোধ এভাবে ঠেসে ঠেসে কিভাবে ভরে দিয়েছেন সেটাই আশ্চর্য! যাই হোক, আর যা যা অভিজ্ঞতা আছে, সেগুলো নাহয় আমার আর আকাশের মধ্যেই থাকুক! আমি শুধু জানলাম, খুব ভাল একজন বন্ধু ও শুভাকাঙ্খী পেলাম আমি। ছটফটে এই ছেলেটার নানান রকম গুণ। বলতে গেলে অনেকে ভাববেন বেশি বেশি বলছি, তাই কিছুই বলব না। তবে ব্লগার আইডিটা কিন্তু ওর জন্য একদম ফিট! আর কিছু লিখে কথা বাড়াব না।

আপনারা সবাই আকাশের জন্য দোয়া করবেন, সে যেন অনেক বড় মাপের একজন মানুষ হতে পারে, জীবনে সুখী হতে পারে। জন্মদিনে গান থাকবেনা তাও কি হয়? আজ জন্মদিন তোমার (শুনুন) কেক্কুকের ব্যাবস্থা আমিই করলাম, কিন্তু ভার্চুয়ালি। বাস্তবে কেক্কুক চাইলে পাগলা রে ধরেন! পরীক্ষার ব্যস্ততায় পোষ্টটা দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। বস মাইন্ড কইরো না প্লিইজ! আকাশের জন্মদিনে আমড়া কাঠের ঢেকি ভাইয়ার বাড্ডেপোষ্ট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।