আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের অতি করিত্কর্মা(!) পুলিশের 'দুই হায়দার ও দুই জাকির' নাটক



জীবনের ভ্য় কার না আছে। এখন যদি একজন অসহায়, ভীতু, দুর্বল চিত্তের এমনকি অতি সাহসী কাউকে ধরে মানসিক ও শারিরীকভাবে যেমন, সিআইডি-র বিখ্যাত(!) এএসপি আব্দুল কাহার আখন্দের কিংবা ডিজিএফআই-র 'ডিম থেরাপী', 'ওয়াটার থেরাপী','ডিস্কো ড্যান্স', 'সেলাই', 'বোতল থেরাপী' Click This Link হয় তাহলে যে এক্কেবারে সাধু সেও 'বাপ বাপ' করে সরকার ও তাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পছন্দমত যা বলতে বলবে তাই বলবে। আর তাইতো আমরা দেখতে পাই সাব-ইন্সপেক্টর গৌতম হত্যা মামলায় র‌্যাব ও পুলিশের হাতে পৃথকভাবে ধরা খাওয়া Click This Link হায়দার ও আক্কাস-রা (এই দুই নামের পাবলিকরা কিন্তু একটু সাবধানে থাকবেন ) স্বীকারোক্তি দিয়েছে । সত্যিই আমাদের অতি করিত্কর্মা (!) আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করতেই হয় !! এরাই সরকারের ক্রীড়ানক পুতুলরুপে সরকার যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই একজন নির্দোষ ব্যক্তিকে মহা অপরাধী আবার একজন ভয়ংকর সন্ত্রাসী, খুনী, অপরাধীকেও মহা সাধু বানাচ্ছে। সরকারের পাশাপাশি সরকার বান্ধব গনমাধ্যমও এতে সরাসরি ইন্ধন দিচ্ছে। বাংলাদেশের পুলিশরা যে কি চীজ তা 'রত্নগর্ভা মা' পুরস্কারের প্রবর্তক আজাদ প্রডাক্টসের আজাদ(http://priyo.com/news/2009/aug/28/30014.html) হারে হারে টের পেয়েছে। ব্যক্তিগত ভাবে আমি পুলিশ ও র‌্যাবের রিমান্ডে নিয়ে তথাকথিত স্বীকারোক্তি (?) আদায় করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে বুকে সাটানো কাগজে নাম লিখে জোড়করে শেখানো বুলি আওড়ানোকে বিশ্বাস করি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.