আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল টিভি নায়িকারা ওড়না পরে না কেন?

I Love Bangladesh

ছোট বেলায় টিভি নাটকে শমি, বিপাশাদের সবসময় ওড়না পরা অবস্থায় দেখতাম। কিন্তু আজকাল টিভি নাটকের নায়িকাদের ওড়না পরতে তেমন একটা দেখা যায় না। দু'একজন অবশ্য গলার সাথে ঝুলিয়ে রাখেন। অধিকাংশ জনেরই আটো সাটো জিনস বা সালোয়ারের সাথে আটো সাটো টি শার্ট। শরীরের অবয়ব পূর্ণ প্রকাশিত।

কেন? কি কারণ এর? আমার মতে এর কয়েকটি কারণ থাকতে পারে। এক. মেয়েদের বিবেচনায় ছেলেরা আর আগের মতো নেই, ভাল হয়ে গেছে। দুই. ছেলেরা তাদের নিয়ে কি ভাবল, কি অনুভব করল তাতে তাদের কিছু যায় আসে না। তিন. ছেলেরা যদি মনে মনে খারাপ কিছু কল্পনা করে তাতে মন্দ কি? চার. নিজের শরীরি সৌন্দর্য প্রকাশ না করলে আধুনিক হওয়া যায় না। (কার্ল মার্কস মেয়েদের শরীরী সৌন্দর্য উগ্রভাবে প্রকাশ করা নারী স্বাধীনতার পরিপন্থি বলেছেন।

আচ্ছা, কার্লমার্কস কি প্রাচীনপন্থী প্রতিক্রিয়াশীল ছিলেন?) বি.দ্র: আমি আশা করছি এই পোস্টের জন্য কর্তৃপক্ষ আমার প্রতি কুপিত হবেন না। নিছক জানার আগ্রহ থেকে এই সরল জিজ্ঞাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।