আমাদের কথা খুঁজে নিন

   

সার্চনামা ০৩-সার্চের কিছু জানা অজানা তথ্য



সার্চ নিয়ে জনমনে আগ্রহ-উদ্দীপনার কমতি নেই। পাঠকের এই চাহিদার দিকে লক্ষ্য রেখেই আমাদের রিপোর্টার আজ তুলে ধরবেন সার্চের কিছু জানা অজানা তথ্য। #শুনলে অবাক হবেন হয়তো,সার্চের ডিরেক্টর হিসেবে প্রথমে মার্টিন স্করসিস এর কথা ভাবা হয়েছিল। স্করসিস ও স্ক্রিপ্ট ও নায়িকা দুজনকে দেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে ভিসা জটিলতা ও জংগী হামলার আশঙ্কায় তিনি এ মহৎ কাজে সম্প্‌ক্ত হতে পারেন নি।

#আরেকটি অবাক করা নিউজ হচ্ছে,এর সঙ্গীত পরিচালনার দায়িত্ব নাকি প্রথমে এ আর রহমান কে দেয়া হয়েছিল। রহমান সাহেব যেদিন কাজ শুরু করবেন,সেদিন হাবিব আর ইমন সাহা এসে তার হাতেপায়ে ধরে কাজটা বাগিয়ে নেয়। প্রযোজক জলিল মিয়া আর কি করবেন?দেশের পোলাগুলারে উনি না দেখলে দেখবো কে? #IMDB'র ইতিহাসে Search হচ্ছে একমাত্র মুভি যার রেটিং এখন পর্যন্ত ১০ এ ১০। এখন পর্যন্ত একজন user পাওয়া যায় নি,যিনি একে ১০ এ ১০ না দেন নি। ব্যাপারটি নিয়ে IMDB কর্ত্‌পক্ষ বিশেষভাবে ভাবিত।

আপাতত তারা মুভিটির রেটিং বন্ধ ঘোষনা করেছেন। #এই মুভিটি নিয়ে Rotten Tomatoes এর মুভি বিশারদগন ব্যাপক ঝামেলায় আছেন। তারা বুঝতেই পারছেন না একে ঠিক কোন ক্যাটাগরীতে ফেলা যায়। কেউ বলছেন এটি এ্যাকশন মুভি,কারো মতে এটি একটি নির্মল কমেডি। একটি ক্ষুদ্র গোষ্ঠীর আবার ধারনা,এর মধ্য দিয়ে মানবতার গভীর সত্যকেই ফুটিয়ে তোলা হয়েছে।

#নায়ক জলিল মিয়ার অদ্ভুত সুন্দর ইংরাজী উচ্চারন দেখে ও শুনে ব্রিটেনের রাজপরিবার তাকে Sir উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। জলিল মিয়াকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তার গার্মেন্টসের দারোয়ান বলেন,এত অল্প বয়সে তিনি এসব পুরস্কার-টুরস্কারের ঝামেলায় জেতে চান না। তিনি যেদিন সত্যিকারের অভিনেতা হতে পারবেন সেদিন এ তিনি পুরস্কার নেবেন। #জলিল মিয়ার অভিনয়ে মুগ্ধ হয়ে সরকার মিরপুর চিড়িয়াখানায় তার একটি প্রতিমূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। #দেশ ও জাতির জন্য জলিল মিয়া যা করেছেন তার স্বীক্‌তিস্বরূপ তাকে এখনি একুশে পদক বা স্বাধীনতা পুরস্কার জাতীয় কিছু দেয়া যায় কিনা এ ব্যাপারে সরকারে উচ্চমহলে চিন্তাভাবনা চলছে বলে কানাঘুঁষা শোনা গেছে।

#জলিল মিয়া নাকি next year এ নোবেল পাবার জন্য এখনি তদবির করা শুরু করে দিয়েছেন। এখানেও অবশ্য ক্যাটাগরীটা একটা সমস্যা। এর চেয়ে তারে next year এ অস্কার দিয়া বসায়া রাখলে হয় না? সার্চ নিয়া এই হচ্ছে আমাদের আপডেট। আপনাদের কারো কন তথ্য জানা থাকলে ত নির্দ্বিধায় শেয়ার করতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।