আমাদের কথা খুঁজে নিন

   

শিবির স্বাধীন সংগঠন, সিইসিকে জামায়াত



বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে ইসলামি ছাত্র শিবিরের কোন সংশ্লিষ্টতা নেই। ইসলামি ছাত্র শিবির একটি স্বাধীন সংগঠন। গঠনতন্ত্রও আলাদা। আজ বুধবার দুপুরে এডভোকেট জসিম উদ্দিন সরকারের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের একটি চিঠি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে জামায়াত নেতারা সাংবাদিকদের একথা বলেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-হামিদুর রহমান আজাদ, এডভোকেট কামাল উদ্দিন এবং ইজ্জত উল্লাহ। গত ১৮ মার্চ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত জামায়াতের সাথে ইসলামি ছাত্রশিবিরের একটি প্রতিবেদনের আলোকে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দেন। প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই চিঠি হস্তান্তর করেন। এসময় দুই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং মুহাম্মদ ছহুল হোসাইন উপস্থিত ছিলেন। আরপিও অনুযায়ী সংশোধিত গঠনতন্ত্র সময়সীমার মধ্যে জমা দেয়া সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি প্রতিনিধিদলের সদস্যরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.