আমাদের কথা খুঁজে নিন

   

ঠোঁটকাটা কি আমার যথার্থ নাম ?

পথের মানুষ একলা মানুষ , কোন কিছুতেই আমার কিছু যায় আসে না ..

হ্যাঁ , এটা ঠিক যে আমি আমার নাম ঠোঁটকাটা দিয়েছি । কারণ আমি স্পষ্ট কথা বলতে ও শুনতে পছন্দ করি । কিন্তু সবসময় কি তা হয় ? আমি কি আমার সব কথা সবাইকে বলতে পারি ? আমার মাঝে মাঝে মনে হয় যে মনের কথাটা হচ্ছে খাঁচায় ভরা পাখির মতো - তার সবসময় ইচ্ছা থাকে মুক্ত বাতাসে উড়বার , মনের আনন্দে চারিদিকে বাঁধনহারা হয়ে ঘুরে বেড়ানোর । কিন্তু খাঁচার পাখি যেমন হঠাৎ করে মুক্ত হয়ে গেলে মুক্ত পরিবেশে সবসময় খাপ খাওয়াতে পারে না - তেমনি আমার মনের গোপন কথাগুলোও প্রকাশ হবার পর সবসময় তার প্রতিক্রিয়ার সাথে খাপ খাওয়াতে পারে না । তাই খাঁচার পাখির যেমন সবসময় মুক্ত হবার আকাঙ্খা থাকে - সে রকম আকাঙ্খা আমার মনের থাকলেও সে মুক্ত হতে ভয় পায় ।

কারণ আমার মনের কথাগুলো প্রকাশ হলে মনটাও মুক্ত পাখির মতো হালকা হয় ঠিকই - কিন্তু মুক্ত পাখির মত শিকারীর হাতে পড়ারও ভয় থাকে । তাই সবসময় আমার মনের কথা ঠোটকাটার মতো বলে ফেলার ইচ্ছা থাকলেও তা অনেক কষ্টে দমন করতে হয় । কারণ , খাঁচায় পাখির দম বন্ধ হয়ে গেলেও অন্তত নিরাপত্তা থাকে । আমাদের মনের সব কথাও প্রকাশ করতে না পারলে দম বন্ধ হয়ে যায় ঠিকই - কিন্তু মনের খাঁচায় মনের কথার আর কিছু না থাক - অন্তত নিরাপত্তা থাকে - না হলে শিকারীর হাতে পড়ে মনের কথারও মৃত্যু হতে পারে । হ্যাঁ , আমার এ মতের বিপক্ষে অনেকরই হয়তো মত থাকতে পারে - তাদের উদ্দেশ্যে আমার কথা - আপনারা খুব ভাগ্যবান/ভাগ্যবতী ।

কারণ আপনাদের মনের কথা মুক্ত হয়ে শিকারীদের হাতে পড়েনি - পড়েছে এমন কারও হাতে যারা আপনাদের মনের কথার সত্যিকারের মুল্য দেয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।