আমাদের কথা খুঁজে নিন

   

শব্দগুলো অস্তিত্বে অনুনাদে আঁচড়ায়

আমি উঠে এসেছি সৎকারবিহীন
আমার মগজের ভেতরে-বাইরে-চারপাশের সমস্তকিছুর শব্দ অস্তিত্বে অনুনাদে আঁচড়ায়; কেঁপে উঠে সময় চারদেয়ালের বৃত্তে। তাই ভেঙ্গেচুরে পড়বার পূর্বমুহুর্তে কাগজে কলমে আর্তচিৎকার লিখি......... গলা টিপে ধরেছে অন্ধকার। যে অন্ধকার গুনগুনিয়ে মৃত্যুর সুর ভাঁজে, আমার চোখদুটো উপড়ে ফেলতে চায়, চেতনাকে আছাড় মারে হৃৎপিন্ডে, চেতনায় আছড়ে পড়ে, নিঃশব্দে হাসে, নিঃশব্দে কাঁদে। যে অন্ধকার ধুসর কালিতে ল্যাখে রক্তবিন্দু উপাখ্যান, ওতে নাচায় বোবা পুতুল আপনমনে, আমায় খোঁচায়, দুঃস্বপ্নে টোকা দেয়। তবুও আমি স্থবির থাকি, এড়িয়ে যাই, জড়তায় টিকে থাকি প্রাণপন।

যে অন্ধকার বাসা বাঁধে বুকশেলফের কোনায়, বন্ধু বানায় ঘুণপোকাদের, কুরে কুরে খায় বইয়ের মলাট কিংবা আমার ভেতর; গালে হাত দিয়ে বসে থাকে......কখনও আমার পায়ের তলায় শেকড় গজায়, মাটির গভীরে প্রবেশ করে সেই শেকড়, আরো গভীরে। এদেখে হাততালি দিয়ে লাফায় সে, আমার চারপাশ ঘিরে নাচে। আমার হাতের তালু ফুঁড়ে বেরিয়ে আসে ডালপালা, ওতে ফোটে কয়টি আগুনে ফুল। অন্ধকার সেই ফুল ছিঁড়ে নেয় গভীর অনুরাগে, খুঁজে নেয় সবগুলো বিষাক্ত বীজ; ফিরে আসে আমার দোমড়ানো অস্তিত্বে, আঁচড়ের দাগে বোনে সেসব বীজ। আমার ঘাড়ে চেপে বসে, প্রার্থনা দেয় নতুন অরণ্যের, আমায় তবুও বাঁচিয়ে রাখে।

অথচ কদিন আগেও এই অন্ধকার কোমল হাতে আমার গলা জড়িয়ে, কানের কাছে ঠোঁট এনে এঁকে দিত নরম চুমু, আদুরে গলায় আবদার দিত...... একসাথে সুর্যোদয় দেখার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.