আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা টু চিটাগাং - ৩৪ ( ময়নামতি )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন ।

ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে । আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব ।

এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন । (২) ময়নামতি স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চলছি চট্টগ্রামের দিকে । (৩) আমাদের সামনে এমন দীর্ঘ সুন্দর পথ,,,,,,,,,,,,, (৪/৫) রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলছে ।

(৬) আমরা অনেক জায়গায়ই দেখেছি এমন অরক্ষিত ভাবে রয়েছে রেলের সিগন্যাল ব্যবস্থা । (৭) একটা চলন্ত ট্রেনের পেছন থেকে তোলা ছবি । (৮) ডাহুক, বিলের জলাশয়ে বসে ডাকছিলো, অনেক কষ্টে ক্যামেরায় ধরেছি, তবে দুরত্বের কারণে ভালো ছবি আসেনি । (৯) ধ্যানী বক । (১০) সবুজ ধান ক্ষেতের ধারে কাকতাড়ুয়া ।

(১১) এমন সবুজের মাঝখান দিয়ে সমান্তরাল লাইন দিয়ে শুধুই এগিয়ে চলা, গন্তব্যের উদ্দেশ্যে......... (১২) জোড়া ঘুঘু । (১৩) সবুজ বলের ভেতর থেকে বেড়িয়ে আসছে যান্ত্রীক অজগর । (১৪) কোটি টাকার গিরগিটি (১৫) সুপোরী গাছ । (১৬) কুমিল্লা দক্ষিণ সদরের গাংকুল গ্রামের কুমোর বাড়ি । (১৭) এমন কতো ব্রীজ পার হলাম তার কোন হিসেব নাই ।

(১৮) জোড়া ফিঙে, সব কিছুতে জোড়া দেখা নাকি শুভ লক্ষণ (১৯/২০) এক সময় আমরা পৌছে গেলাম লালমাই স্টেশনে । আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৩ (কুমিল্লা ) পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৫ ( লালমাই )  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.