আমাদের কথা খুঁজে নিন

   

একখান পুরাতন মার্সিডিজ এর দাম ২৪৫ কোটি টাকা! ২০১৩ সালে দুনিয়ার সবচাইতে দামী গাড়ী লেবানন বানিয়েছে!


২০১৩ সালের জন্য দুনিয়ার সবচাইতে দামী গাড়ী কোনটি? জার্মান গাড়ী নাকি আমেরিকান গাড়ী? নাহ এরা কেউ বানায়নি এবারের সবচাইতে দামী গাড়ী। ২০১৩ সালের সবচাইতে দামী গাড়ী বানিয়েছে লেবাননের ডব্লিউ মটরস। গাড়ীটার নাম লাইকান হাইপারস্পোর্ট, উপরে সেটার ছবি দেখে ফেলেছেন। গাড়ীটার দাম ৩.৪ মিলিয়ন ডলার> প্রায় ২৬ কোটি টাকারও বেশী। ৬ বছর ধরে চেষ্টা করে এটা বানিয়েছে।

এটার ইন্জিন ৭৫০ হর্স পাওয়ার শক্তি সম্পন্ন। এটা সর্বোচ্চ ঘন্টায় ৩৯৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। একসিলারেশন সাংঘাতিক মাত্র ২.৮ সেকেন্ডে এই গাড়ী শুন্য থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা স্পীড উঠাতে পারে। সামনে কয়েক জায়গাতে হীরা বসানো আছে! আরো ছবি দেখুন। উপরে তো ২৬ কোটি টাকা বলে কাজ সারলুম এবার দেখুন নীচের গাড়ীটি।

আমরা কিন্তু বহন করে নিয়ে যাওয়া গাড়ীটির কথা বলছি, ক্যারিয়ারটার না। এটা একটা ১৯৫৪ মডেলের মারসিডিয ডব্লিউ ১৯৬ আর। গত ১২ জুলাই এটার নিলাম হল। সেই নিলামে (নিলামের ছবি নীচে) এই গাড়ীটা ৩১ মিলিয়ন ডলারে বিক্রী হয়! ২৪৫ কোটি টাকায় ১৯৫৪ মডেলের গাড়ী! সুত্র: Click This Link Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।