আমাদের কথা খুঁজে নিন

   

ঘামে ঝড়া এ মাটি আমার

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

ঘামে ঝড়া এ মাটি আমার কষ্টে গড়া ফসলের মাঠ। ................................... গগণে আজ মেঘ জমেছে নামবে বৃষ্টি জগৎ জমিন উর্বর হবে না, অনাসৃষ্টি। মাটির কোলে লুটবে ধুরলায় কৃষাণ মজুর মহাজনের ভরবে গুদাম ছালাম হুজুর। মরবে না মাঠ, ফুটবে ফসল মাটির বুকে থাকবে না যে একটু হাসি ওই চাষির মুখে। মহজনের সুদের বোঝা হচ্ছে ভারি নিয়ে যাবে ফসল কেটে কাহার বাড়ি? শুন্য পড়ে থাকবে চাষির নীড়ের ডুলি হারিয়ে যাবে এক নিমেষে মুখের বুলি! এমনি করে বছর বছর ভোগ করবে সাজা তার পরেও হায়! শেষ না হবে ঋনের বোঝা। ধুলি বালি থাকবে লাগেই চাষির গায়ে আসবে ফসল কাটবে মহাজন থাকবে চাষি ভয়ে। থাকবে পরে ঘাম ও দু:খ ওই উর্বর মাঠে চড়া দামে কিনতে হবে অন্য তাকে! এমনি করে নির্যাতিত হয় লক্ষ চাষি খাবার বেলায় নষ্ট ধানের পুষ্ট হাসি। আমরা তাদের ঘামের ফসল খাচ্ছি বসে দু:খ হয় তাই কষ্ট তাদের যুগে যগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.