আমাদের কথা খুঁজে নিন

   

শেখার জন্যই আশা



খুব বেশি কিছু হয়ত আমি পারবো না জানি।তবে এতটুক বলতে পারি,আমি পারবো।আমিতো আমার যে চিন্তা ভাবনা সে যে বিষয় হোক তা ব্যাক্ত করতে পারবো।আমি ততটা হয়ত পারবো না,যতটা পারলে খুব বেশি নিজেকে আশান্বিত করা যায় অথবা সবাইকে। আমার ব্লগে লেখার অনেক শখ ছিল।শখ এ কারনে ছিল যে,আমি শুনতাম যে ব্লগে একটি মতামতের এক দারুন সন্মিলন ঘটে,যা মানুষকে আসলেই শুদ্ধ করতে তার চিন্তা ভাবনা কে সহায়তা করে।একদিন সত্যি তা মেনে নিলাম।আসলেই ব্লগ থেকে অনেক কিছু জানা যায় বিশেষত আর সবাইর চিন্তা ভাবনা,যে চিন্তা ভাবনার একটা দারুন তুলনা করে নিজের মুল চিন্তাটাকে বিশুদ্ধ করা যায়। শুভ ব্লগিং হোক আমার পাথেয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।