আমাদের কথা খুঁজে নিন

   

কান্তজীর মন্দিরে একদিন

লোকালয়ে মোর আলয়, তবু বাস করি অন্যলোকে
কিছুদিন আগে আমরা কয়েকজন কাজিন মিলে কান্তজীর মন্দির বেড়াতে গিয়েছিলাম। তারি কিছু ছবি এখানে শেয়ার করছি। উপরের ছবিটা মন্দিরের সম্মুখদৃশ্য। মন্দিরের বিগ্রহ। এটা কান্তজীউ বিগ্রহ নামেই পরিচিত।

কান্তজী কৃষ্ণর অপর নাম। এটি মন্দিরের আসল রেপ্লিকা। রেপ্লিকায় দেখা যাচ্ছে ত্রিতল বিশিষ্ট মন্দির। নির্মাণকালে তাই ছিল। কিন্তু বর্তমানে এটি ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে এবং ১৭৬৬ বা সমসাময়িককালের ভূমিকম্পে চারপাশের চারটি স্তম্ভ ভেঙে গেছে বলে স্থানীয় লোকজন জানালেন।

মন্দিরের দেওয়ালের কিছু টেরাকোটার ছবি। সম্ভবত রামায়ন, মহাভারত এর কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দিক থেকে মন্দিরের চিত্র পথের মাঝে দেখা পেলাম এই অপরূপ সৌর্হাদ্যপূর্ণ দৃশ্য পাশেই ছিল ঢ্যাপা নদী(স্থানীয় নাম। আসল নামটা জানা হয়নি) মন্দিরের সামনে এই প্রাচীণ বট দণ্ডায়মান। মন্দিরের অদূরেই এ দ্বিতল দালানটি রাজা তৈরী করেছিলেন প্রায় একই সময়ে।

এখানে রাজা ধ্যান করতেন। এবার ফেরার পালা। প্রথমে বাজার পর্যন্ত ভ্যানে, তারপর সেখানে থেকে লোকাল বাসে করে দিনাজপুর শহরে। তারপর আপনার যেখানে খুশি.......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।