আমাদের কথা খুঁজে নিন

   

কান্তজীর মন্দির



পোড়ামাটির ফলকে আবৃত কান্তজীর মন্দির পোড়ামাটির ফলকে আবৃত কান্তজীর মন্দির বাংলাদেশের পুরোনো সথাপত্যের এক অপূর্ব নিদর্শন। দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে তেপা নদীর তীরে কান্তনগরের অবসথান।দিনাজপুর রাজবংশের রাজা প্রাননাথ রায় শ্রীকৃেষ্ণর উদ্দেশ্যে 1722 সালে রুকি্ননীকান্ত মন্দির হিসাবে এ মন্দিরের কাজ শুরু করেছিলেন। মন্দিরটি নবরত্ন মন্দির যার চূড়ার উচ্চতা 70 ফুট। 1752 সালে রাজা প্রাননাথের মৃতু্যর পর পুত্র রামনাথ রায় এ মন্দিরের কাজ শেষ করেন। মন্দিরের গায়ে পোড়ামাটির ফলকে উৎকীর্ণ হয়েছে রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণের কাহিনীর অংশ। সত্য,ত্রেতা দ্বাপর ও কলি এ চারটি শাস্ত্রীয় যুগের পৌরণিক কাহিনীগুলো মন্দিরের চার দেয়ালে চিত্রায়িত। তাই বৈদিক চিত্রকাহিনী সংবলিত টেরাকোটায় আচ্ছাদিত মন্দিরটি দেখলে মনে হবে এ যেন চার খন্ডে শিল্পখচিত এক পৌরণিক মহাকাব্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।