আমাদের কথা খুঁজে নিন

   

আমি শিবির না!!!!!লিগ, অথবা দল না .... আমি অরাজনৈতিক মানুষ



আমার এক বন্ধু আমার ব্লগ পরে মতামত দিয়েছে , আমার কথাবার্তা নাকি শিবির এর মত...কারণ আমি সবসময় লিগ-দল নিয়ে কটুক্তি করি.... আসলে রাজনৈতিক দল বললে আমার কাছে এই দুইটা গ্রুপের কথায় মনে হয়, তাই কিছু বললে / লিখলে এদের গালাগালি করি... অবশ্য দল এইবার যত আসন পেয়েছে, তাতে কয়েকদিন পর আমি দলকেও আমার রাজনৈতিক সংজ্ঞা থেকে বাদ দিয়ে দিতে পারি....তবে শিবির/জাপা/ফ্রন্ট ইত্যাদি আমার কাছে এতই দুর্বল পার্টি মনে হয় যে এদের সম্মন্ধে আমি কোনো কমেন্ট করার কথা মাথায় আসেই না...সত্তি বলতে কি, আমি এখন পর্যন্ত আমাদের দেশে কোনো রকম দোল রাজনৈতিক-অরাজনৈতিক যাই হোক, কাউকেই খুব একটা ভালো কিছু করতে দেখিনি . তবে আমাদের দেশে একনায়কতন্ত্র খুব একটা খারাপ কিছু না মনে হয়..আসলে আমাদের মানুষ এত বেশি যে গণতন্র্ত বললে ব্যাপারটা বহুতন্ত জাতীয় কিছু একটা হয়ে যায়....যার যা খুশি করা অথবা বলা হচ্ছে বহুতন্ত্র, কিন্তু এইটা নিশ্চয় গণতন্ত্র না. আসলে কোনো ভালো কিছু হতে দেখি না, তাই সবকিছুর উপর বিদ্বেষ চলে এসেছে ....যাই হোক, একটু আগে কোনো এক ব্লগার * এর লিঙ্ক দেখলাম google transliteration এর...ঐটা দিয়ে লিখতে আমি অদ্ভূত আরাম পাচ্ছি , অভ্র দিয়ে লিখতেও এত আরাম পাইনি , তবে একটা সমস্যা হলো আমি দাড়ি দিতে পারছিনা, সবি ফুল্ল্স্তপ হয়ে যাচ্ছে...বাট আই ডোন্ট মাইন্ড *(যার নাম এইমাত্র ভুলে গেছি, যদিও একটা কমেন্ট করে এসেছি, কিন্তু নাম মনে রাখার ব্যাপারে আমার সেইরকম কুখ্যাতি আছে ,সেইজন্য দুক্ষিত )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.