আমাদের কথা খুঁজে নিন

   

তুরাগ, বুড়িগঙ্গার মত ঢাকা শহরের খালগুলোকে দখলমুক্ত করা হোক



সরকার সম্প্রতি অবৈধ দখলদারদের হাত থেকে ঢাকার চারপাশের নদীগুলো যেমন তুরাগ, বুড়িগঙ্গাকে বাচানোর উদ্যেগ গ্রহণ করেছেন। এজন্য সরকার ধন্যবাদ পাবার যোগ্য। তবে উদ্যেগ যাতে পুরোপুরি সফল হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা প্রহণ করতে হবে। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে যে খালগুলি রয়েছে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। খালগুলির দুপাড় বেধে দিয়ে সেখানে ওয়াকওয়ে নির্মাণ করলে একদিকে যেমন দখল ঠেকানো সম্ভব হবে অন্যদিকে এলাকাবাসী বেড়ানো অথবা হাটাহাটির একটি জয়গা খুজে পাবে - যা বর্তমান সময়ে খুজে পাওয়া খুবই কঠিন।

এর বাইরে আরো কিছু সুবিধা রয়েছে। নগর বিশেষজ্ঞরা বলেন, জলাধার পানির স্তর নেমে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশনেও যথেষ্ট সাহায্য করে। খাল বা লেক সংরক্ষণের একটি উদাহারণ হতে পারে ধানমন্ডি লেক যার সুফল এখন এলাকাবাসী ভোগ করছে। এছাড়া হাতিরঝিল-বেগুনবাড়ী লেক সংরক্ষণের কাজও চলছে।

আর গুলশান লেক দখল হওয়া তো প্রতিদিনের খবর। রাজউক একবার ভাঙ্গে আবার দখল হয়। সামনে আসছে বর্ষাকাল। সরকার নদী দখলমুক্ত করার পাশাপাশি ঢাকা শহরের খালগুলি সংরক্ষণের ব্যবস্থা নিলে নগরবাসী অনেক উপকৃত হবেন, সেইসাথে নগরের পরিবেশও রক্ষা পাবে। আশা করি যথাযথ র্কতৃপক্ষ এ ব্যাপারে একটু বিশেষ নজর দেবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.