আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ ছুটছে তুরাগ তীরে

ami ek jajabor

আজ ঢাকা শহরের সব মানুষ ছুটছে তুরাগে। পরশু শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিন গিয়েছিলাম। জায়গাটাকে এখন তুরাগই বলতে হয়। তুরাগ নদ আর নেই। দখলদার, কারখানার বর্জ্য ত্যাগীদের দৌরাত্মে নদী বা নদ সেথায় অনুপস্থিত।

আছে শীর্ণ কালো পুতি গন্ধময় জলধারা। তারপরও লাখ মানুষ সেখানে। কাতারে কাতারে। এই মানুষগুলোর মুখে আছে সারল্য। অপার্থিব জগত সম্পর্কে সরল বিশ্বাস।

এখানে আমি মৌলবাদের ছায়া দেখি না। জঙ্ঘীদের জিঘাংসা দেখি না। দেখি না ধর্ম নিয়ে রাজনীতি করার অসূস্থ মানসিকতা। তবে অনেক লোকই আছে, যারা সারা বছরের পাপকে পূণ্যে রূপান্তর করতে যায়। এরা হয়তো বছর বছর হজ ওমরাহ-ও করে।

তার ভণ্ড। তবে তাদের মতো গুটিকয়েক মানুষ ইজতেমার সরল প্রাণ সরল বিশ্বাসকে টলাতে পারে না। ২৪ জানুয়াির


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.