আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও প্রগতির লক্ষ্যে ‘শান্তির জন্য ন্যায়বিচার’ নীতি গ্রহণ করেছে। আর দেশের উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য।
আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শান্তি পরিষদ (ওয়ার্ল্ড পিস কাউন্সিল) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি পদক গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশে অপরাধ ও অরাজকতার বিচার নিশ্চিত করতে সরকার শান্তি ও একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইতিমধ্যে সরকার মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ শুরু করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচারের মাধ্যমে এইসব মামলায় রায় দেওয়া শুরু করেছে। আর এই ন্যায়বিচারই দেশে শান্তি স্থাপনের পূর্বশর্ত।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সহিংসতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও প্রাকৃতিক বিপর্যয়সহ নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও সরকার দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডব, পবিত্র কোরআনসহ দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে সরাসরি প্রধান বিরোধী দলও জড়িত।
শেখ হাসিনা আরও বলেন, সরকার প্রতিবেশী দেশের সঙ্গেও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চায়।

মিয়ানমারের সঙ্গে মামলায় সমুদ্রসীমা জয় করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে সব ধরনের সমস্যার মর্যাদাপূর্ণ সমাধানও করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের প্রেসিডেন্ট মোজাফফর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব শান্তি পরিষদের নির্বাহী সচিব ইরাকলিস সাভাদারিদিস, সর্বভারতীয় শান্তি ও সংহতি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক মন্ত্রী প্রমুদ চন্দ্র সিনহা এবং নেপালের শান্তি ও সংহতি পরিষদের সদস্য জ্ঞানেন্দ্র বাহাদুর শ্রেষ্ঠ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.