আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কি আছে দ্রুত ও আভ্যন্তরীণ দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে?



বাংলাদেশে প্রতি দশকে গড়ে এক শতাংশ করে জিডিপি-র হার ত্বরান্বিত হয়েছে -১৯৭০ এর দশকে ৩% থেকে শুরু করে গত দশ বছরে ৬% করে বেড়েছে। এই বৃদ্ধির হার ১৫ কোটি মানুষকে গত তিন দশকে কঠিন দারিদ্র্যকে পিছনে ফেলে আসতে সাহায্য করেছে। এটা সম্ভব হয়েছে বিভিন্ন কারণে, যেমন জনসংখ্যার হার নিয়ন্ত্রণ, আর্থিক উন্নতি, অর্থনৈতিক স্থিতিশীলতা। এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনের জন্য, স্বাধীনতার ৫০ বছর স্মরণীয় করতে ২০২১ সালের মধ্যে এদেশকে একটি মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে সরকার। এটা কি সম্ভব? আর ২০২১ সালের মধ্যে বাংলাদেশ এর এই লক্ষ্য পূরণ করতে আর কি কি করতে হবে? বিশ্ব ব্যাংকের একটি রিপোর্টে, বলা হয়েছে যে, জিডিপি প্রবৃদ্ধির হার এবং বিদেশ থেকে প্রেরিত অর্থ- উভয়েই মধ্যম আয়ের দেশ হবার লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্যে পৌঁছতে আগামী দশকে বাংলাদেশেকে ৭.৫% -৮% পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি হার ত্বরান্বিত করতে এবং ৮% রেমিটেন্স বৃদ্ধি বজায় রাখতে হবে। এই লক্ষ্য আবার একটু বেশীই বটে। ৭.৫% জিডিপি হার অর্জনের জন্য, বাংলাদেশকে অবশ্যই উৎপাদনভিত্তিক রপ্তানি বাড়াতে হবে এবং দুর্বল অর্থনৈতিক অবকাঠামো, অনাবাদী ভূমি,শক্তি,বন্দর ও যাতায়াত ব্যবস্থা এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপর্যাপ্ত সফলতা- এর মতো বাঁধা জয় করতে হবে। অনুপযোগী অবকাঠামো উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায়। সাথে আছে রাজনৈতিক অস্থিরতা।

Bangladesh : Rising Star of South Asian Economy

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.